Advertisement
০৭ নভেম্বর ২০২৪
saffron

জাফরানি পরশ থাকুক ত্বকেও! কী ভাবে নিয়মিত পরিচর্যায় কাজে লাগবে মহার্ঘ ‘মশলা’

কাশ্মীরের ফুলের লালচে কমলা রেনুতে লুকিয়ে আছে প্রচুর অ্যান্টি অক্সিড্যান্ট আর ভিটামিন। যার মিলমিশ সচরাচর দেখা যায় না। আর সেই কারণে ত্বকের পরিচর্যার প্রসাধনীতেও কদর পায় জাফরান।

ছবি : সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১৯:১৮
Share: Save:

জাফরানকে বলা হয় ‘গোল্ডেন স্পাইস’। যার সাদাসিধে বাংলা অর্থ সোনালি মশলা। আর সোনালি শব্দটা আমরা ব্যবহার করি ভাল কিছু বোঝাতে। সোনালি দিন, সোনার ফসল, সোনার মেয়ে, সোনা রং। জাফরানকেও সোনালি মশলা বলার যথেষ্ট কারণ রয়েছে। কাশ্মীরের ফুলের লালচে কমলা রেনুতে লুকিয়ে আছে প্রচুর অ্যান্টি অক্সিড্যান্ট আর ভিটামিন। যার মিলমিশ সচরাচর দেখা যায় না। আর সেই কারণে ত্বকের পরিচর্যার প্রসাধনীতেও কদর পায় জাফরান। আপনিও আপনার নিত্যদিনের ত্বক পরিচর্যায় জাফরানের রূপটান ব্যবহার করতে পারেন।

১। জাফরান এবং দুধ

গরম দুধে সামান্য জাফরান ফেলে ভিজিয়ে রাখুন আধঘণ্টা। তার পরে জাফরানের রেনুগুলো হাতে করে ডলে দিন। এক টেবিল চামচ চন্দনের পাউডার মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। পরিষ্কার ত্বকে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। তার পরে জল দিয়ে ধুয়ে ফেলুন।

২। জাফরান ও তুলসী

তুলসীতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। যা ত্বকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে। আবার জাফরানও ত্বকের কালচে ছোপ তুলতে সাহায্য করে। কয়েকটি জাফরানি রেণু জলে ভিজিয়ে রাখুন। এ বার নিম আর তুলসী পাতা এক সঙ্গে বেটে তাতে ভেজানো জাফরান ভাল ভাবে মিশিয়ে নিন। ত্বকের ছোপ ধরা জায়গায় মিশ্রণটি লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ঘষে তুলে দিন।

৩। জাফরানি তেল

যেকোনও ফেসপ্যাকে মিশিয়ে নিন জাফরানি তেল। মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে যাওয়ার পরে ভাল করে ঘষে তুলে ফেলুন। ব্রণ সারাতে সাহায্য করবে।

অন্য বিষয়গুলি:

saffron
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE