রক্তে শর্করার পরিমাণ বাড়তির দিকে। তাই প্রায় সব খাবার থেকেই চিনি বাদ দিয়েছেন। কিন্তু চিনি আপনাকে ছেড়ে যাচ্ছে না! খাবারে মিষ্টি স্বাদ ছাড়া চিনির আর কী কাজ? রূপচর্চা শিল্পীরা বলছেন, ত্বকের উপর জমে থাকা মৃত কোষ দূর করতে পারে চিনি। জৌলুসহীন ত্বকে জেল্লা ফিরিয়ে আনে এই উপকরণটি। কী ভাবে?
চিনির দানা শক্ত, কড়কড় করে। তাই সহজে এক্সফোলিয়েটর হিসাবে তা ব্যবহার করা যায়। ত্বকের উপর জমে থাকা মৃতকোষ দূর হয়ে যায়। কিন্তু অনেকেই হয়তো জানেন না, চিনির মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড রয়েছে, যা কোলাজেন উৎপাদনে সহায়তা করে। ফলে ত্বকের টান টান ভাবও বজায় থাকে।
আরও পড়ুন:
কিন্তু কী ভাবে মাখবেন?
১) চিনি গুঁড়ো করে তার সঙ্গে ওটমিল মিশিয়ে নিতে পারেন। ত্বক যদি অতিরিক্ত শুষ্ক হয় তা হলে এর সঙ্গে মিশিয়ে ফেলুন অলিভ অয়েল বা নারকেল তেল। এই মিশ্রণ মুখে মেখে রাখুন আধ ঘণ্টা। তার পর হালকা ভাবে ঘষে তুলে ফেলুন।
২) রোদে পোড়া দাগ এবং মৃত কোষ— দুই তুলে দেবে চিনি এবং টম্যাটোর ক্বাথ। পাশাপাশি, এই মিশ্রণ কিন্তু ত্বকের ক্ষেত্রে ‘অ্যান্টি-এজিং’ উপাদান হিসাবেও কাজ করে। ফলে অল্প বয়সে ত্বকে বার্ধক্যের লক্ষণগুলি ফুটে ওঠে না।
৩) চিনির সঙ্গে মিশিয়ে নিতে পারেন পাতি লেবুর রস। তার পর আঙুল দিয়ে গোল গোল করে মাসাজ করুন। আধ ঘণ্টা পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। তবে ত্বক অতিরিক্ত শুষ্ক, স্পর্শকাতর হলে এই মিশ্রণ মাখা যাবে না। তৈলাক্ত ত্বকে সপ্তাহে দু’বার এই স্ক্রাব ব্যবহার করা যেতে পারে।