Advertisement
০৭ নভেম্বর ২০২৪
Samantha Ruth Prabhu

সাপের মতো পেঁচিয়ে আছে কব্জিতে, সামান্থার এই ঘড়ির দামে নাকি কেনা যাবে পোর্শে, এসইউভি!

সামান্থার পোশাক নয়, চোখ টেনেছে নায়িকার ডান হাতের কব্জিতে সাপের মতো পেঁচিয়ে থাকা সোনালি রঙের ঘড়িটি। তার পর থেকেই ঘড়ির দাম নিয়ে শুরু হয়েছে চর্চা।

সামান্থা রুথ প্রভু।

সামান্থা রুথ প্রভু। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১৬:০১
Share: Save:

প্রাক্তন স্বামীর পুনর্বিবাহ থেকে চেহারা নিয়ে কটাক্ষ, দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে নিয়ে আলোচনা যেন থামছেই না! প্রাক্তন স্বামী নাগার্জুনের সঙ্গে শোভিতা ধুলিপালার বিয়ে নিয়ে কোনও মন্তব্য না করলেও, সম্প্রতি সমাজমাধ্যমে তাঁর ছিপছিপে চেহারা নিয়ে সমালোচনার কড়া জবাব দিয়েছেন সামান্থা। বেশ অনেক দিন ধরে অভিনেত্রী মায়োসাইটিস-এ ভুগছেন। এই রোগের সঙ্গে লড়াই করার জন্য তাঁকে অ্যান্টি-ইনফ্লেমেটরি ডায়েটে থাকতে হয়। সেই কারণেও ওজন ঝরেছে অভিনেত্রীর। গোটা বিষয়টি স্পষ্ট ভাবে বুঝিয়ে দিয়েছেন তিনি। তবে অসুস্থতাকে সঙ্গে নিয়েই কাজ করে চলেছেন সামান্থা। কয়েক দিনের মধ্যেই ওটিটিতে মুক্তি পাবে তাঁর নতুন ওয়েব সিরিজ় ‘সিটাডেল: হানি বানি’। এ সপ্তাহে সেই সিরিজ়ের বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন সামান্থা। তাঁর সাজগোজ সব সময়ই নজর কেড়ে নেয়। তবে এ দিন সামান্থার পোশাক নয়, চোখ টেনেছে নায়িকার ডান হাতের কব্জিতে সাপের মতো পেঁচিয়ে থাকা সোনালি রঙের ঘড়িটি। তার পর থেকেই ঘড়ির দাম নিয়ে শুরু হয়েছে চর্চা। সেই ঘড়ির দামে নাকি কেনা যাবে বিদেশ সংস্থার বিলাসবহুল ঘড়ি!

সামান্থা যে শৌখিনী, তার প্রমাণ মেলে নায়িকার বেশভূষা, সাজগোজে। শুধু শৌখিনী বলা ভুল হবে, সামান্থা একই সঙ্গে সাজগোজ নিয়ে মারাত্মক খুঁতখুঁতেও। এ হেন মানুষের হাতে এমন শৌখিন ঘড়ি মানায়, অনুরাগীদের তেমনটাই মত। ঘড়ি, কিন্তু দেখতে পুরোটাই ব্রেসলেটের মতো। দুই প্যাচের ছোট্ট ডায়াল সহ এই ঘড়িটি ‘বুগেরি’র। বিদেশি এই সংস্থার অন্যতম কালেকশন হল ‘সারপেন্টি টিউবোগাস ডবল স্পাইরাল’ নামক সামান্থার হাতের এই ঘড়িটি।

এই সেই বহুমূল্যের ঘড়ি।

এই সেই বহুমূল্যের ঘড়ি। ছবি: সংগৃহীত।

ঘড়ির প্যাঁচের অংশটি তৈরি হয়েছে ১৮ ক্যারেটের সোনা দিয়ে। আর ডায়ালে হিরে আর রূপো দিয়ে কুচির কাজ। দেখলেই চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। এমন হিরে-জহরত বসানো ঘড়ির দাম কত হতে পারে, তা নিয়ে একটি অস্পষ্ট ধারণা কমবেশি সকলেরই আছে। তবে সংস্থার ওয়েবসাইটে বলছে, এই ঘড়িটির দাম ৪৫ লক্ষ ৪৭ হাজার টাকা। গাড়ির বাজারদর বলছে সামান্থার ঘড়ির দামে এসইউভি, মার্সিডিজ় বেঞ্জ কিনে ফেলা যাবে।

অন্য বিষয়গুলি:

watch luxury
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE