Advertisement
০৮ নভেম্বর ২০২৪
Hair Care Tips

আনারস খেলেও উপকার মাথায় মাখলেও! শীত আসার আগে রুক্ষ চুল নরম করতে কী ভাবে ব্যবহার করবেন?

বাজার থেকে নামী ব্র্যান্ডের হেয়ার জেল বা সিরাম অনেক দাম দিয়ে কিনে ব্যবহার করেন অনেকেই। কিন্তু এগুলির রাসায়নিক চুলের বারোটা বাজায়। সে জায়গায় ভেষজ উপাদান বা ফলের নির্যাস অনেক বেশি স্বাস্থ্যকর হতে পারে।

Pineapple mask for hair, 3 different ways you can use it

আনারসের হেয়ার প্যাক চুল পড়া বন্ধ করবে, খুশকির সমস্যাও দূর হবে। প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ১০:০৫
Share: Save:

আনারসের কত যে গুণ, বলে শেষ করা যাবে না। ছুটির দুপুরে রোদ পিঠে করে বসে বিটনুন মাখিয়ে খাওয়া কিংবা চাটনি বানানো— আনারস বাঙালির বড়ই প্রিয়। আনারস খেলে যেমন শরীরের উপকার হয়, তেমনই আনারস দিয়ে হেয়ার প্যাক বানিয়ে মাথায় মাখলেও চুল নরম ও রেশমের মতো হয়। বাজার থেকে নামী ব্র্যান্ডের হেয়ার জেল বা সিরাম অনেক দাম দিয়ে কিনে ব্যবহার করেন অনেকেই। কিন্তু এগুলির রাসায়নিক চুলের বারোটা বাজায়। সে জায়গায় ভেষজ উপাদান বা ফলের নির্যাস অনেক বেশি স্বাস্থ্যকর হতে পারে। মাথার ত্বকের রক্ত চলাচল সচল রাখতে আনারস খুবই উপকারী। আনারসে থাকা ব্রোমেলাইন খুশকির সমস্যাও দূর করে। আনারসে প্রদাহনাশক উপাদান আছে, যা মাথার ত্বকের যে কোনও সংক্রমণ কমাতে সাহায্য করে।

চুলে জেল্লা আনতে কী ভাবে আনারস ব্যবহার করবেন?

আনারস-নারকেল তেলের প্যাক

আনারস পিষে রস করে নেবেন। আধ কাপের মতো আনারসের রসের সঙ্গে ৩ চা চামচ নারকেল তেল মিশিয়ে নিন। এই মিশ্রণ ভাল করে মিশিয়ে নিয়ে চুলে ও মাথার ত্বকে মালিশ করতে হবে। ১৫-২০ মিনিট অপেক্ষা করে চুল ধুয়ে নিন। উষ্ণ জলে চুল ধুতে পারলে বেশি ভাল হবে। এই প্যাক ব্যবহারের পরে চুলে শ্যাম্পু করবেন না।

আনারস-মধুর কন্ডিশনার

আনারসের রস আধ কাপ, মধু ১ চা চামচ ও অলিভ তেল ১ চা চামচ নিতে হবে। সমস্ত উপকরণ ভাল করে মিশিয়ে নিন। এ বার চুলে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এই হেয়ার প্যাক প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করবে। রুক্ষ চুল, ডগা ফাটার সমস্যা দূর করবে। সপ্তাহে অন্তত দু’দিন ব্যবহার করতে পারলে চুলের জেল্লা ফিরবে। চুল পড়াও বন্ধ হবে।

আনারস-দারচিনির প্যাক

মাথার ত্বকে চুলকানি, চুল পড়ার সমস্যা বাড়লে এই হেয়ার প্যাক খুব কাজে আসতে পারে। এর জন্য লাগবে আনারসের রস এক কাপের মতো। তার সঙ্গে মেশাতে হবে এক চা চামচ দারচিনি ও এক চা চামচ নারকেলের তেল। এই মিশ্রণ মাথার তালুতে ভাল করে মালিশ করে নিন। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন দিন ব্যবহার করলে রুক্ষ চুল রেশমের মতো নরম হবে। মাথার ত্বকে চুলকানি, ব্রণ বা র‌্যাশের সমস্যা হলে তা-ও দূর করবে।

অন্য বিষয়গুলি:

Hair Mask Pineapple Benefits HairFall Hair tips
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE