Advertisement
১৭ সেপ্টেম্বর ২০২৪
Aloe Hair Serum

অ্যালো ভেরা দিয়ে বানানো সিরামের গুণেই উস্কখুস্ক চুল হবে রেশমের মতো! কী ভাবে বানাবেন?

ভেজা চুলে কিছু ক্ষণ তোয়ালে জড়িয়ে রেখে সামান্য একটু সিরাম মেখে নিলেই কাজ শেষ। চুলের জটে চিরুনি তো আটকাবেই না।

Mix these three things into one spoon of aloe vera to get perfect hair serum

কী ভাবে তৈরি করবেন অ্যালো হেয়ার সিরাম? ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৮ জুন ২০২৪ ১৯:৪৫
Share: Save:

চুলের পরিচর্যায় তেল, শ্যাম্পু বাদেও যে অন্য আরও প্রসাধনী রয়েছে, সে সম্পর্কে সকলের বিশেষ ধারণা নেই। শ্যাম্পু করার পর ভেজা চুলে যে কন্ডিশনার মাখার চলও খুব পুরনো হয়। সেই পরিবারে এখন তো আবার সিরাম যোগ হয়েছে। ভেজা চুলে কিছু ক্ষণ তোয়ালে জড়িয়ে রেখে সামান্য একটু সিরাম মেখে নিলেই কাজ শেষ। চুলের জটে চিরুনি তো আটকাবেই না। উল্টে ‘ট্র্যাফিকবিহীন হাইওয়ে’-তে গাড়ি চালানোর মতো চিরুনি ছুটবে।

তবে, বাজারচলতি বেশির ভাগ সিরামেই কিন্তু সিলিকন থাকে। এই সিলিকন তো এক প্রকার কৃত্রিম রাসায়নিক। দিনের পর দিন এই রাসায়নিক মাখলে চুলের ক্ষতি কিন্তু হতেই পারে। তা হলে কী করবেন? মাত্র কয়েটি উপকরণ দিয়ে বাড়িতেই সিরাম তৈরি করে ফেলতে পারেন।

কী ভাবে তৈরি করবেন অ্যালো হেয়ার সিরাম?

উপকরণ

১ টেবিল চামচ অ্যালো ভেরার শাঁস বা জেল

১ টেবিল চামচ গোলাপ জল

১ টেবিল চামচ কাঠবাদামের তেল

কয়েক ফোঁটা টি ট্রি অয়েল

পদ্ধতি

একটি কাচের পাত্রে এই সমস্ত উপকরণ নিয়ে নিয়ে ভাল করে মিশিয়ে নিন। কাচের শিশিতে রাখতে পারলে ভাল হয়। যদি না থাকে সে ক্ষেত্রে পরিষ্কার শিশিতে ওই মিশ্রণ ঢেলে রাখতে পারেন। শ্যাম্পু করার পর ভেজা চুলে ওই সিরাম মেখে নিলেই চুল হবে রেশমের মতো।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Aloe Vera Aloe Vera benefits Hair Serum
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE