বার বার মেহেন্দি ব্যবহারে চুল হকে পারে রুক্ষ। ছবি: সংগৃহীত।
পাকা চুল ঢাকাই হোক বা কালো চুলকে রঙিন করে তোলা, বাজার চলতি রাসায়নিক মিশ্রিত চুলের রঙের বদলে অনেকেই ভরসা করেন প্রাকৃতিক মেহেন্দি বা হেনায়। কিন্তু সত্যি কি চুলের জন্য উপকারী হেনা? খুশকি দূর করা থেকে চুলের গোড়া মজবুত, প্রাকৃতিক ভাবে চুল রাঙিয়ে নিতে হেনার ভূমিকা রয়েছে।
তবে এই হেনাও ক্ষেত্র বিশেষে চুলের ক্ষতি করতে পারে। কী ভাবে জেনে নিন।
১. হেনা বা মেহেন্দি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ঠিকই, কিন্তু বাজারে বেশ কিছু হেনাতেই রাসায়নিক মেশানো হচ্ছে বলে অভিযোগ। ফলে হেনার গুণগত মান যাচাই করাটা জরুরি। না হলে, এই ধরনের রাসায়নিক মিশ্রিত হেনা ব্যবহারে উপকারের বদলে অপকারই হবে।
২. বার বার হেনার ব্যবহার চুল রুক্ষ করে দেয়। বিশেষত যাঁদের চুল এমনিতেই শুষ্ক তাঁদের ক্ষেত্রে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। চুলের ডগা ফাটার মতো সমস্যা দেখা দিতে পারে।
৩. হেনার নিজস্ব রং থাকে। বেশ কিছুদিন পর সেই রং যখন উঠতে শুরু করে বিভিন্ন জায়গা থেকে, তখন চুলের রঙ কোথাও হালকা, কোথাও গাঢ় হয়ে যায়। দেখতে দেখতে খারাপ লাগে।
৪. হেনা করার পর যদি কখনও চুলের জন্য নির্দিষ্ট রং করা হয়, তার ফল কেমন হবে বলা শক্ত। হেনার সঙ্গে রাসায়নিক মিশ্রিত রং বিক্রিয়া করে চুলের ক্ষতি করতে পারে।
৫. কারও কারও ক্ষেত্রে হেনা ব্যবহারে অ্যালার্জিও হতে পারে। সেক্ষেত্রে মাথায় চুলকানি, চুল পড়ার মতো সমস্যা দেখা দিতে পারে।
৬. প্রাকৃতিক হলেও হেনার গুণগত মানের তারতম্যের জন্য বিভিন্ন ধরনের চুলে তার প্রভাব ভিন্ন হয়। অনেক সময়ই কোন ধরনের চুলে হেনার রং কী হবে, আগে থেকে বোঝা যায় না।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy