—ফাইল চিত্র।
পরিচালক হলেও করণ জোহরের পোশাক আশাক, সাজগোজ নিয়ে আলোচনার অন্ত নেই। সাধারণত সবাই অভিনেতা-অভিনেত্রীদেরই সাজগোজের কথা জানতে চান। কিন্তু করণ তাঁর সাজগোজের গুণেই পরিচালকদের মধ্যে তারকা। বলিউডে ফ্যাশন সচেতন পরিচালক বললে এক বাক্যে তাঁর কথাই মনে আসে। বিভিন্ন অনুষ্ঠানে করণ কোন জ্যাকেট, কোন জুতো পরে এলেন, তা নিয়ে ফ্যাশন মহলে আলোচনা হয়। সেই করণ সম্প্রতি এক হ্যালোউইনের পার্টিতে হাজির হলেন সাদা রঙের শার্ট পরে। সেই শার্টই আপাতত আলোচনার কেন্দ্রে।
করণের শার্ট নিয়ে আলোচনার কারণ, শার্টে আঁকা একটি ছবি। ছবিটি হলিউডের ছবির ‘অ্যামেরিকান সাইকো’র মুখ্য চরিত্রের। যে চরিত্রে অভিনয় করেছিলেন হলউড অভিনেতা ক্রিশ্চিয়ান বেল। করণের শার্ট সাদা কালোয় ক্রিশ্চিয়ানেরই বিকৃত মুখের ছবি। যে ছবি দেখা গিয়েছিল আমেরিকান সাইকোর পোস্টারে। ফ্যাশন সমালোচকেরা বলছেন, শার্টটি হ্যালোউইনের পার্টিতে পরার জন্য আদর্শ। তবে সেই শার্টির দাম জেনে আশ্চর্য হয়ে গিয়েছেন ফ্যাশন অনুরাগীরা।
ফ্যাশন মহল বলছে, করণের ওই শার্ট সাধারণ উচ্চ মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে। ৩৮৫০ টাকা খরচ করলেই অনলাইনে ওই শার্ট পাওয়া যায়। তবে করণ একজন তারকা পরিচালক হয়ে ৩৮৫০ টাকার শার্ট পরেছেন দেখে অবাকও হয়েছেন অনেকে। কারণ বলিউডের তারকাদের সাধারণত ওই দামের পোশাক পরতে দেখা যায় না।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy