Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Lipstick Use Tips

Lipstick: মাস্ক পরলেই লিপস্টিক উঠে যায়? কী ভাবে যত্নে রাখবেন ঠোঁটের সাজ মাস্ক

মাস্ক খুলতেই দেখা গেল লিপস্টিক আর ঠোঁটে নেই। কিছুটা লেগেছে মাস্কে। খানিকটা রং ছড়িয়ে গিয়েছে ঠোঁটের চারপাশের অংশে।

লিপ লাইনার দিয়ে ঠোঁট আঁকা থাকলে বাকি রং অতটা সহজে ছড়িয়ে পড়তে পারে না।

লিপ লাইনার দিয়ে ঠোঁট আঁকা থাকলে বাকি রং অতটা সহজে ছড়িয়ে পড়তে পারে না।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১ ১৬:০০
Share: Save:

মাস্ক খুলতেই দেখা গেল লিপস্টিক আর ঠোঁটে নেই। কিছুটা লেগেছে মাস্কে। খানিকটা রং ছড়িয়ে গিয়েছে ঠোঁটের চারপাশের অংশে। দেখতে তো বাজে লাগছেই, সঙ্গে সেই রং তোলা নিয়েও হয় বিড়ম্বনা। তবে কী করবেন? লিপস্টিক লাগানো তো ছেড়ে দেবেন না নিশ্চয়ই?

কয়েকটি সহজ টোটকা রয়েছে। মেনে চললে লিপস্টিক সারা দিন থাকবে নিজ স্থানে। রূপটান নিয়ে চিন্তায় থাকতে হবে না কাজের মাঝে।

কয়েকটি সহজ টোটকা রয়েছে। মেনে চললে লিপস্টিক সারা দিন থাকবে নিজ স্থানে।

কয়েকটি সহজ টোটকা রয়েছে। মেনে চললে লিপস্টিক সারা দিন থাকবে নিজ স্থানে।

কী করবেন?
১) প্রথমত নিয়মিত ঠোঁটের যত্ন নেওয়া খুব জরুরি। শীতকালে ঠোঁট ফেটে যাওয়ার সমস্যা বেশি দেখা দেয়। শুষ্ক চামড়া ঠোঁটে লেগে থাকে। তার উপর দিয়ে লিপস্টিক লাগালে কিছু ক্ষণেই চামড়ার সঙ্গে সেই রং উঠে যেতে পারে। তাই ঠোঁট যাতে না ফাটে, তা দেখতে হবে। ঠোঁট মসৃণ রাখতে রোজ রাতে ঘুমানোর আগে মুখ ধুয়ে ঠোঁটে ক্রিম লাগান। মাঝেমাঝে স্নানের আগে ঠোঁটে মধু লাগাতে পারেন।

২) লিপ লাইনার ব্যবহার করুন। ঠোঁটে ব্যবহার করার ওই রঙিন পেন্সিলগুলিতে মোম জাতীয় পদার্থ সাধারণ লিপস্টিকের তুলনায় খানিকটা বেশি থাকে। সেই পেন্সিল দিয়ে ঠোঁট আঁকা থাকলে বাকি রং অতটা সহজে ছড়িয়ে পড়তে পারে না।

৩) লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে দিন হাল্কা ফাউন্ডেশন। তাতে লিপস্টিক ত্বকের উপর ভাল ভাবে বসে।

৪) লিপস্টিক লাগানোর পর হাল্কা করে ফেস পাউডারের পাফটি বুলিয়ে নিতে পারেন ঠোঁটের উপর। তাতে লিপস্টিকের তৈলাক্ত ভাব কমে। ঝট করে মাস্কে আর রং লেগে যাবে না।

অন্য বিষয়গুলি:

Lipstick Use Tips Mask Covid Protocol
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE