ছবি: সংগৃহীত।
অল্প মেকআপ, ছোট্ট টিপ আর হালকা লিপস্টিক— এটুকুতেই সাজ শেষ হয় নাকি? আয়নার সামনে থেকে সরে আসার আগে আইব্রো পেন্সিলটি ভুরুতে এক বার বুলিয়ে নিতেই হয়। ভুরু ঘন হলে সব সময় এই পেন্সিলটি ব্যবহার করার দরকার পড়ে না। তবে যাঁদের ভুরু পাতলা, এই পেন্সিলটি তাঁদের অত্যন্ত প্রয়োজনের। কিন্তু ভুরু মোটা দেখাতে এই ধরনের পেন্সিল দীর্ঘস্থায়ী সমাধান হতে পারে না। তবে ঘরোয়া কয়েকটি উপায় মেনে চললে ঘন হবে ভুরু।
নারকেল তেল
ভুরু ঘন করতে নারকেল তেল দারুণ উপকারী। রাতে ঘুমোতে যাওয়ার আগে কয়েক ফোঁটা নারকেল ভুরুতে মালিশ করে নিন। রাতে ঘুমোতে যাওয়ার আগে এটি করলে সকালে উঠে ধুয়ে ফেলতে পারেন। সপ্তাহে কয়েক দিন ব্যবহার করলে ভুরু ঘন হবে।
পেঁয়াজের রস
ভুরুর ঘনত্ব বৃদ্ধি করতে পেঁয়াজের রস উপকারী। পেঁয়াজে থাকা সালফার ভুরু ঘন করে। পেঁয়াজের রস দিয়ে ভাল করে দুই ভুরুতে মালিশ করুন। ১৫-২০ মিনিট রেখে দিন। তার পর শুকিয়ে এলে ধুয়ে ফেলুন।
অ্যালো ভেরা
রূপচর্চায় অ্যালো ভেরার ভূমিকা অনবদ্য। ভুরু ঘন করতেও কিন্তু এর জুড়ি মেলা ভার। অ্যালো ভেরার জেলটি ভুরুতে লাগিয়ে মালিশ করে নিন। ৩০ মিনিট মতো রাখার পরে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। দারুণ উপকার পাবেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy