Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Poila Baisakh 2024

নববর্ষের পোশাকে সাবেকিয়ানায় চমক দিতে চান? সাজের সময় কোন ৫ ভুল ছেলেরা এড়িয়ে চলবেন?

গরমের দিনে পোশাক বাছাই করার ক্ষেত্রে নিজের আরামের বিষয়টিও সবার আগে মাথায় রাখতে হবে। জেনে নিন, পয়লা বৈশাখের ফ্যাশনের কিছু জরুরি টোটকা, যা ভুললে কিন্তু একেবারেই চলবে না।

Five mistakes men need to stop making while choosing their Festive outfits

নববর্ষের পোশাকে থাকুক বৈশাখী আমেজ। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৪ ১৪:০৫
Share: Save:

মেয়েদের সঙ্গে পাল্লা দিয়ে এখন ছেলেরাও ফ্যাশনের ব্যাপারে বেশ উত্সাহী। অনেকের ধারণা নামী-দামি সংস্থার পোশাক এবং সাজের অনুষঙ্গ ব্যবহার করলেই ভিড়ের মাঝে নজরে আসা যায়, তবে এমনটা ভাবার কোনও কারণ নেই। একটু বুদ্ধি খাটিয়ে কম খরচেও দিব্যি সাজা যায়। তাই অর্থ নয়, বরং মগজের জোরেই তৈরি করুন স্বতন্ত্র স্টাইল স্টেটমেন্ট! রাত পোহালেই নববর্ষ। আর উৎসবের দিনে একটু সাজগোজ হবে না তাই কখনও হয়? নববর্ষের সাজে থাকুক বৈশাখী ছোঁয়া! নারীদের নজর কাড়তে খুব বেশি জমকালো পোশাক নয়, এই গরমে ভরসা রাখুন ছিমছাম নকশার সাবেক পোশাকের উপর। গরমের দিনে পোশাক বাছাই করার ক্ষেত্রে নিজের আরামের বিষয়টিও সবার আগে মাথায় রাখতে হবে। জেনে নিন, পয়লা বৈশাখের ফ্যাশনের কিছু জরুরি টোটকা, যা ভুললে কিন্তু একেবারেই চলবে না।

১) পাঞ্জাবিটি দামি হোক বা না হোক, থাকতে হবে পরিপাটি। অনেক দাম দিয়ে পোশাক কিনেছেন, অথচ কোঁচকানো পাঞ্জাবি পরেই পরিবারের সঙ্গে বেরিয়ে পড়লেন রেস্তরাঁয়। তা হলে কিন্তু আপনার সাজ একেবারে মাটি। তাই পোশাক পরার আগেই কোনও কারণে ভাঁজ পরলে ইস্ত্রি করে পরিপাটি করে রাখুন।

২) সাজগোজের পাশাপাশি সুগন্ধি বাছাইয়ের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। পোশাক পরার আগে বডি স্প্রে বা রোল অন ডিয়োডোর‌্যান্ট লাগাতে ভুলবেন না। শুধুমাত্র সেখানেই থেমে থাকলে হবে না। সারা দিন চনমনে থাকতে হলে পোশাকের উপরেও শক্তিশালী সুগন্ধি ব্যবহার করুন।

৩) সাঁলোতে গিয়ে ফেশিয়াল করিয়ে ফেললেন অথচ চুলের কাট একেবারেই আপনার মুখের গড়নের সঙ্গে মানানসই হল না, এই ভুলটা করবেন না যেন। চুল কাটানোর ব্যাপারে তাই সব সময়ে সতর্ক থাকুন। শেষ মুহূর্তের লুক নিয়ে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা না করাই ভাল। চুল কাটালেই হল না, পাশাপাশি দাড়ির দিকেও নজর দিতে হবে। অনেককে একেবারে ক্লিন শেভে ভাল দেখায়, আবার অনেককেই দাড়ি-গোঁফ রাখলেই বেশি ভাল লাগে। তবে দাড়ি-গোঁফ রাখলে তা যেন অবশ্যই ট্রিম করা থাকে, সে দিকে নজর রাখুন।

৪) পাঞ্জাবির সঙ্গে জুতোটিও হতে হবে পরিপাটি। জুতো ময়লা হয়ে গেলে ভাল করে করে পালিশ করিয়ে নিতে ভুলবেন না। পাঞ্জাবির ক্ষেত্রে স্যান্ডেল পরাই শ্রেয়।

৫) দুপুরে কোথাও বেরোতে হলে রোদচশমাটি ভুলবেন না। সাবেকি সাজ হোক কিংবা ক্যাজুয়াল লুক— সব ক্ষেত্রেই দিনের বেলা সানগ্লাস লাগবেই! ত্বক বাঁচবে, ফ্যাশনও হবে।

অন্য বিষয়গুলি:

Poila Baisakh 2024 Poila Baishakh Fashion Tips
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy