উৎসবের দিনগুলিতে সকলের মাঝে নিজেকে আলাদা করতে, নানা রকমের পোশাকের সঙ্গে চাই মানানসই সাজ। ছবি- সংগৃহীত
খাওয়াদাওয়া আর সাজগোজের বিষয়ে আমাদের শুধু একটা উপলক্ষ হলেই হল। এক দিকে চলছে শারদ নবরাত্রি, অন্য দিকে বাঙালির দুর্গাপুজো। ব্রত পালন করি বা না-ই করি, উৎসবের দিনগুলিতে সকলের মাঝে নিজেকে আলাদা করতে, নানা রকমের পোশাকের সঙ্গে চাই মানানসই সাজ। পুজোর এক-একটি দিনে এক-এক রঙের নতুন পোশাক পরার চল রয়েছে বিভিন্ন প্রদেশে। সবুজ রং নতুন জীবন এবং উর্বরতার প্রতীক। পরিবারের সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনায় প্রকৃতি মায়ের কাছে প্রার্থনা করেন বাড়ির মহিলারা। রীতি অনুযায়ী, এই শুক্রবার সবুজ রঙের পোশাক পরার দিন। দেবী স্কন্দমাতার পুজো করা হয়। সেই নিয়ম আপনার না-ই থাক, পোশাকে থাকতেই পারে সবুজের ছোঁয়া।
দিনের বেলায় বেছে নিন সুতির হালকা পোশাক। চাইলে পরতে পারেন মৌনীর মতো লম্বা ঝুলের আনারকলি কুর্তা, সঙ্গে ফ্লেয়ার প্যান্ট। ফ্লোরোসেন্ট সবুজ কুর্তার সারা গায়ে রয়েছে সাদা টাসেল, বুকের কাছে সুতোর কারুকাজ। সঙ্গে থাকুক মানানসই ওড়না।
গলায় ওড়না থাকলে হার পরার খুব একটা প্রয়োজন হবে না। কিন্তু কান খালি থাকলে খারাপ দেখাবে, তাই কানে পরুন অক্সিডাইজ়ড ঝুমকো। সকালে খুব বেশি মেক আপ করতে ভাল না লাগলে, পাউডার, চোখে কাজল এবং প্যাস্টেল শেডের লিপস্টিকে আপনাকে লাগবে মোহময়ী।
সন্ধ্যার জন্য বেছে নিতে পারেন গাঢ় সবুজ রঙের কুর্তা আর পালাজ়োর সেট। আলিয়ার ফ্যাশনে ফিরে এসেছে পুরনো দিনের পলকা ডটস। গলাবন্ধ, একরঙা গাঢ় সবুজ, লম্বা ঝুলের কুর্তা আর পালাজ়োর সঙ্গে কানে থাকুক কাঁধছোয়া চাঁদবালি।
রাতে ডান্ডিয়া অনুষ্ঠানে কী পরে যাবেন, তা নিয়ে চিন্তা হচ্ছে? নতুন-পুরনোর মেলবন্ধনে নিজেকে সাজিয়ে তুলুন ক্রপ টপ এবং লেহঙ্গাতে। সঙ্গে থাকুক রং-বাহারি ওড়না। সোনালি, রুপোলি জরির ভারী কাজে লেহঙ্গার সঙ্গে খুব বেশি গয়না না হলেও চলে। কিন্তু রাতের সাজে, চোখের মেক আপ হতেই হবে করিনার মতো নজরকাড়া।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy