বাঁ দিকে ব্রিটেনের যুবরানি কেট মিডলটন এবং ডান দিকে রাজবধূ মেগান মর্কেল। —ফাইল চিত্র।
রাজ পরিবার মানেই রাজ ভান্ডারে বিবিধ রতনের ছড়াছড়ি। ব্রিটেনের রাজ পরিবার ব্যতিক্রম তো নয়ই বরং ব্রিটেনের রাজভান্ডার তার সম্পদের জন্যই শিরোনামে থাকে বরাবর। কখনও রানির মুকুটের কোহিনূর, কখনও বাকিংহামের সংগ্রহে থাকা চুনি-পান্না জাতীয় দামি পাথর দেওয়া গয়না দেখে বিস্মিত হয়েছে বিশ্ববাসী।
রাজা-রানি বা রাজ পরিবারের সদস্যদের মুকুট পরার প্রথা রয়েছে। বাকিংহামের সংগ্রহে তেমন রত্নখচিত মুকুটেরও কমতি নেই। রাজপরিবারের ঘনিষ্ঠরা বলেন, বাকিংহামে অমন মুকুট কম করেও খান পঞ্চাশ রয়েছে। সেই সব মুকট কখনও যুবরানি কেট মিডলটন, কখনও রাজ পরিবারের ছোট বৌমা মেগান মর্কেল পরে হাজির হন জনসমক্ষে। কিন্তু রাজ পরিবারের কিছু মুকুট পরার অনুমতি নেই কেট-মেগানেরও। এমনকি, রাজ পরিবারের অন্য মহিলা সদস্য বা রাজকুমারীরাও সেই গয়না পরা নিষেধ।
কিছু মুকুট তার ঐতিহাসিক মূল্যের জন্য, কোনওটি রাজ পরিবারের রাজনৈতিক অবস্থানের কারণে, আবার কোনওটি তার সঙ্গে জড়িয়ে থাকা বিতর্কের জন্য রাজবধূদের ধরা ছোঁয়ার বাইরে। এর মধ্যে একটি রানি দ্বিতীয় এলিজাবেথও পরেননি। দু’টি তিনি পরা বন্ধ করে দিয়েছিলেন।
১। ভারতীয় চুনি, অমসৃণ হিরে এবং মুক্তো দিয়ে তৈরি সোনার মুকুট। বাইরে পাথরের নকশা থাকলেও ভিতরে মিনার নকশা করা। মুকুটটি কখনও পরতে দেখা যায়নি রানি দ্বিতীয় এলিজাবেথকেও। রানি ভিক্টোরিয়াকে ওই মুকুট উপহার দিয়েছিলেন ওমানের রাজা। এক কালে ওই মুকুট রাজ পরিবারের প্রদর্শিত সংগ্রহে রাখা থাকত। রাজা পঞ্চম জর্জ বাকিংহাম রাজপ্রাসাদের ‘ইন্ডিয়ান রুম’-এর সংগ্রহে রেখেছিলেন মুকুটটি। কিন্তু পরবর্তী কালে ব্রিটেনের রাজা তাঁর ব্যক্তিগত সংগ্রহে নিয়ে নেন মুকুটটি।
২। নাম গ্রেভিল এমারেল্ড কোকোস্নিক টিয়ারা। দাম ১ কোটি পাউন্ড অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১০৮ কোটি টাকার সমান। হিরে খচিত মুকুটের মাঝখানে ৯৩.৭ ক্যারাট ওজনের একটি পান্না। রাজ পরিবারের ছোটরাজপুত্র হ্যারির সঙ্গে বিয়ের সময় মেগান মুকুটটি পরতে চেয়েছিলেন। কিন্তু তাঁকে সেই মুকুট পরতে দেওয়া হয়নি। শেষ বার ওই মুকুটটি পরেছিলেন রাজকুমারী ইউজিন। তার পর থেকে রাজ পরিবারের কোনও সদস্যই ওই মুকুট পরেন না। তার কারণ মুকুটটির সঙ্গে জুড়ে আছে রাশিয়ার রাজ পরিবার। রাজ পরিবারের ঘনিষ্ঠ সূত্ররা বলেন, রাশিয়ার সঙ্গে ব্রিটেনের রাজ পরিবারের সম্পর্ক নষ্ট হওয়ার পর থেকেই ওই মুকুট পরা বন্ধ করেছেন ব্রিটেনের রাজ পরিবারের সদস্যরা।
৩। ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের প্রিয় মুকুট। রানিকি বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে ওই মুকুট পরতে দেখা গিয়েছে। মুকুটের নাম গ্র্যান্ড ডাচেস ভ্লাদিমির টিয়ারা। ১৮৭৪ সালে ওই মুকুট তৈরি করা হয়েছিল রাশিয়ার গ্র্যান্ড ডাচেস মারিয়া পাভলোভনার জন্য। রুশ বিপ্লবের পর মুকুটটি রাশিয়া থেকে পাচার হয়ে যায়। পরে একটি নিলামে ১৯২১ সালে ওই মুকুট কেনেন রানি দ্বিতীয় এলিজাবেথের ঠাকুমা রানি মেরি। তাঁর থেকেই উত্তরাধিকার সূত্রে ওই মুকুট আসে রানি দ্বিতীয় এলিজাবেথের হাতে। রাজ পরিবারের ঘনিষ্ঠ সূত্রে খবর, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পরে ওই মুকুটটিও পরা বন্ধ করেছেন রাজ পরিবারের সদস্যরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy