রোলস রয়েস গাড়িতে চেপে সাত পাকে বাঁধা পড়তে বেরিয়ে পড়লেন অনন্ত। গাড়ি জুড়ে রয়েছে ফুলেল সাজ। নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে সেই গাড়ি বেরিয়ে গেল অ্যান্টিলিয়া থেকে।
০৬১৫
রোলস রয়েস গাড়িতে চেপে সাত পাকে বাঁধা পড়তে বেরিয়ে পড়লেন অনন্ত। সাদা গাড়ি জুড়ে রয়েছে ফুলেল সাজ। নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে সেই গাড়ি বেরিয়ে গেল অ্যান্টিলিয়া থেকে।
০৭১৫
কেবল অনন্ত নয়, বিয়ের আসরের উদ্দেশে ইতিমধ্যেই রওনা দিয়েছে গোটা অম্বানী পরিবার। অ্যান্টিলিয়া থেকে একের পর এক বিলাসবহুল গাড়ি বেরিয়ে পড়ছে বিয়ের আসরে যাওয়ার জন্য।
০৮১৫
রাত আটটায় শুরু হবে বিয়ের পর্ব। প্রথমে মালাবদল। তার পরেই সাত পাক। বিয়ের দিকে তাকিয়ে গোটা বিশ্ব।
০৯১৫
বরের বেশ কেমন হবে, তা নিয়ে চলছিল জোর চর্চা। শেষমেশ প্রকাশ্যে এল অনন্তের সাজপোশাক। কমলা শেরওয়ানির পরেছেন হবু বর। অনন্ত যে পশুপ্রেমী, সেটাও ধরা পড়েছে তাঁর বিয়ের সাজে। বুকের বাঁ দিকে একটি হাতির ব্রোচ পরেছেন অম্বানী-পুত্র।
১০১৫
কেবল অনন্তের সাজ নয়, গোটা অম্বানী পরিবারের সাজেই ধরা পড়ল চমক। নীতা, শ্লোকা, ইশার পরনে লেহঙ্গা। সকলের পোশাকেই রয়েছে গোলাপি আভা।
১১১৫
অম্বানী পরিবারের সকল পুরুষেই পরেছেন শেরওয়ানি। মুকেশ আর আকাশের পরনে গোলাপি শেরওয়ানি। ইশার স্বামী আনন্দ পিরামলের পোশাক রুপোলি রঙের।
১২১৫
অনন্তের রূপ প্রকাশ্যে এলেও, রাধিকার সাজ কেমন হবে, তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। প্যাস্টেল না কি উজ্জ্বল— কোন ধরনের রঙে সেজে উঠবেন তিনি, তা নিয়ে এখনও চর্চা চলছে।
১৩১৫
সেজে উঠেছে বিয়ের আসর। আসতে শুরু করেছেন অতিথিরাও। সারা আলি খান থেকে অনন্যা পাণ্ডে, বলিপাড়ার নায়িকারাও ইতিমধ্যেই হাজির হয়েছেন বন্ধু রাধিকার বিয়ের অনুষ্ঠানে।
১৪১৫
অম্বানীদের ডিজ়াইনার পোশাক থেকে কোটি কোটি টাকার গয়না, বিয়েতে বলিপাড়ার আগমন থেকে আন্তর্জাতিক তারকাদের উপস্থিতি— সব বিষয় নিয়েই চর্চা তুঙ্গে।
১৫১৫
বিয়ে উপলক্ষে মুকেশ অম্বানী খরচ করেছেন প্রায় ৫০০০ কোটি টাকা। ভারতীয়দের মধ্যে বিয়ের অনুষ্ঠানে এত খরচ এই প্রথম। প্রায় ৬ মাস আগে থেকে শুরু হয়েছিল প্রাক্-বিবাহ আয়োজন, চলবে ১৫ জুলাই পর্যন্ত। তবে এই বিলাসবহুল বিয়ে সকলের মনে থেকে যাবে বহু দিন।