প্রতীকী চিত্র।
সারা বছর বোকামির জন্য শুনতে হয় গঞ্জনা। আজকের দিনটা একটু শ্বাস নেওয়ার সুযোগ দেয়। অন্তত বোকাদের নিয়ে হাসির দিন তো!
এপ্রিল মাসের পয়লা তারিখ সাধারণের ছুটির দিন নয়। তবু দিনটি জনপ্রিয়। উপন্যাস, সিনেমা, কলেজের আড্ডা— এ মাসের পয়লা তারিখ নিয়ে কত কথাই না ঘোরাফেরা করে। সারা বছর যখন চলে বুদ্ধিমানের জয়জয়কার, বোকামির জন্য একটা দিন উপভোগ করেন অনেকেই। একে-অপরকে বোকা বানানোর বন্ধুত্বপূর্ণ চেষ্টাও তার অঙ্গ। প্রযুক্তির যুগে সাক্ষাতে বোকা বানানোর অভ্যাস খানিক কমেছে। তবে বাকি বিশেষ দিনগুলোর মতো বেড়েছে মুঠো-ফোনে বার্তা পাঠানোর চল।
এ বছরের জনপ্রিয় তেমনই কয়েকটি ‘বোকা দিবস’-এর বার্তা দেওয়া রইল। এ সব ঘুরছে নানা ফোনে ফোনে—
• বুদ্ধি খরচ করে ভাবা এবং বোকার মতো কাজ করাই মানুষের অভ্যাস। বোকামির দিন ভাল কাটুক!
• অপছন্দের মানুষদের আজই যা ইচ্ছা বলে দেওয়ার দিন। পরে বলে দেবেন ‘বোকামি’ করছিলেন!
• আজই জানিয়ে দিন, সব ট্যাক্স জমা দিয়ে দিচ্ছেন। পয়লা এপ্রিল লোককে বোকা বানানোই যায়!
এ রকম আরও কত কথাই ঘুরছে নেট-রাজ্যে। ইচ্ছেমতো বার্তা বাছাই করা পছন্দের (কিংবা অপছন্দের) মানুষদের পাঠিয়ে দেওয়া যাক!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy