Advertisement
০৭ নভেম্বর ২০২৪

Loke Ki Bolbe: লোকে কী বলবে, তা নিয়ে আতঙ্কে? পাশে থাকছেন মনোবিদ

সমাজের চোখে নিষিদ্ধ কিছু বিষয় নিয়ে হাজির হচ্ছেন মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের নাম ‘লোকে কী বলবে! সঙ্গে অনুত্তমা’।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২২ ২০:২৯
Share: Save:

সমকামী বলে বাড়ি থেকে বেরিয়ে যেতে হল। পাশে থাকেননি কেউ। বাসস্থান ভাড়া পেতেও সমস্যায় পড়তে হয়। সমাজ যে এখনও মনে করে তিনি ‘অস্বাভাবিক’!

যৌন হেনস্থায় শিকার হয়েছিল বছর দশেকের মেয়ে। হেনস্থা করেছিলেন পরিবারেরই এক সদস্য। আগামী বহু বছর ধরে সে কথা বুঝিয়ে পাশে পেতে চেয়েছেন আপনজনেদের। কিন্তু কেউ পাশে দাঁড়াননি। প্রতিবাদ করতে গেলেই আরও পাঁচ জনের মধ্যে জানাজানি হবে। তাতে বংশের নাম খারাপ হবে যে!

এমনই হয়। হতেই থাকে। হয়ে আসছে বহু যুগ ধরে। হয়তো বা আরও বহু বছর ধরে এমনই চলবে। এই আচরণে যেন বদল ঘটানো যায় না। তা হলেই যে সমাজ পাশে থাকবে না।

এ ধরেনর নানা কথাই আড়াল করে, চেপে রেখে বেঁচে থাকা এক অর্থে নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সেই নিয়মের বাইরে গেলেই নানা জনের চিন্তা— ‘লোকে কী বলবে’ ‘লোকে যে নিন্দা করবে’!

কিন্তু লোকের চিন্তা নিয়েই কি কেটে যাবে গোটা জীবন? নিজের পছন্দ, বিশ্বাস, আশা, ইচ্ছা— কোনও কিছুই কি গুরুত্ব পাবে না কখনও? সমাজ, সামাজিক জীবন সংক্রান্ত নানা প্রশ্ন নিয়ে আনন্দবাজার অনলাইনে হাজির হচ্ছেন মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়। ফেসবুক ও ইউটিউবে দেখা যাবে সেই অনুষ্ঠান। নাম ‘লোকে কী বলবে! সঙ্গে অনুত্তমা’।

সমাজ যে ভাবে বলে, তা-ই কি একমাত্র বেঁচে থাকার উপায়? লোকে তো কত কী বলে থাকে। প্রেম, বিয়ে, যৌনতা থেকে শুরু করে কাজকর্ম, সংসার— সব বিষয়েই সমাজের নানা মত থাকে। কিন্তু তার বাইরেও জীবন আছে। নিজের মতো করে তা বাঁচার অধিকারও আছে। সে পথে হাঁঠার শক্তি জোগাতে চাই সে সব নিয়ে আরও আলোচনা।

প্রতি রবিবার রাত ৮টায় নতুন একটি বিষয় নিয়ে আসবেন মনোবিদ অনুত্তমা। প্রতি সপ্তাহের বিষয় জানিয়ে দেওয়া হবে আগেই। তাই মনে কোনও প্রশ্ন থাকলে সরাসরি মনোবিদের কাছে তা জানানো যাবে lokekibolbe@anandabazar.com –এ। সে সব প্রশ্ন নিয়ে আলোচনা হবেই। এমন সমস্যা কী ভাবে সামলানো যেতে পারে, কথা হবে সে সব নিয়েও। কখনও একাই আলোচনা করবেন মনোবিদ। কখনও বা তাঁর সঙ্গী হবেন কোনও বিশেষজ্ঞ।

এই অনুষ্ঠানের দুটি পর্ব সাড়া ফেলে দিয়েছে বিভিন্ন মহলে। আলোচনায় ‘নিষিদ্ধ’ কিছু বিষয় তুলে ধরে ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে ‘আনন্দবাজার অনলাইন’এর এই অনুষ্ঠান।

এই সপ্তাহের প্রসঙ্গ ‘বিয়ে করিসনি কেন’। দেখা যাবে আগামী রবিবার, ২৭ ফেব্রুয়ারি রাত ৮টায়।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE