Advertisement
E-Paper

কলকাতাবাসীর চোখ ঝলসে গেল শাহরুখের ‘ব্লাইন্ডিং’ হারে! সেই গয়নার বিশেষত্ব কী?

শনিবাসরীয় সন্ধ্যায় খেলা শুরুর আগে ছিল উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছিল কলকাতা নাইট রাইডার্সের মালিক, অভিনেতা শাহরুখ খানকে।

অভিনেতা শাহরুখ খান।

অভিনেতা শাহরুখ খান। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১৬:০৬
Share
Save

শার্ট, ট্রাউজ়ার্স, চামড়ার জ্যাকেট— সবই কালো রঙের! সাজসঙ্গী বেল্ট, রোদচশমা, জুতো আর ঘড়ি। সে সবও কৃষ্ণবর্ণের। কিন্তু গলার কাছ থেকে ঠিকরে পড়ছে আলোকচ্ছটা!

প্রথম ম্যাচেই রয়‌্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। হারের ক্ষত না শুকোলেও অভিনেতা শাহরুখ খানের গলার ‘ব্লাইডিং’ হিরের ঝলকানি দেখে মন ভরে গিয়েছে কলকাতাবাসীর! শনিবাসরীয় সন্ধ্যায় খেলা শুরুর আগে ছিল উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছিল কলকাতা নাইট রাইডার্সের মালিক, অভিনেতা শাহরুখ খানকে। সঙ্গে উপরি পাওনা শ্রেয়া ঘোষালের গান, দিশা পটানির নাচ, ‘তওবা তওবা’ খ্যাত গায়ক করণ আউজলাও গান শুনিয়েছেন শহরবাসীকে।

অভিনেতা শাহরুখ খান।

অভিনেতা শাহরুখ খান। ছবি: ইনস্টাগ্রাম।

এই শহর শাহরুখের বিষয়ে বরবারই দুর্বল। এক ঝলক তাঁকে দেখার জন্য ইডেনের গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। যথাসময়ে কালো পোশাকে মঞ্চে দেখাও গেল অভিনেতাকে। কালো পোশাকের মাঝে সকলের নজর কেড়েছে গলার ওই আভূষণটি। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য কালো পোশাকের সঙ্গে হিরের স্ফটিক দিয়ে তৈরি দুই নরির ‘ব্লাইন্ডিং’ হার বেছে নিয়েছিলেন তিনি। ‘ব্লাইন্ডিং’ হিরের দ্যুতিতে চোখ ঝলসে যাওয়া স্বাভাবিক।

এই হিরের বিশেষত্ব কী?

‘ব্লাইন্ডিং’ হিরের স্ফটিকের বিশেষত্ব হল তার আকার এবং আকৃতি। হিরে এমনিতেই উজ্জ্বল। কিন্তু ‘ব্লাইন্ডিং’ হিরের ঔজ্জ্বল্য অনেক গুণে বেশি। খনি থেকে যে হীরকখণ্ড পাওয়া যায়, তা আসলে আকরিক অবস্থায় থাকে। তার আকার, আকৃতি, আয়তন বিভিন্ন ধরনের হয়। হিরে স্ফটিকে পরিণত হওয়ার নেপথ্যেও নানা কারণ কাজ করে। মাটির তলদেশে বিভিন্ন স্তর রয়েছে। সেই স্তরভেদে সেখানকার আবহাওয়া, তাপমাত্রা, চাপ এবং রাসায়নিক উপাদান বদলে যায়। বিজ্ঞানীরা বলছেন, তার উপর নির্ভর করেই বদলাতে থাকে আকরিকের চরিত্র। হাজার হাজার বছর ধরে তা রূপান্তরিত হতে হতে স্ফটিকে পরিণত হয়। পিরামিডকে উল্টো করে দিলে যেমন দেখতে লাগে, হিরের স্ফটিক দেখতেও অনেকটা তেমনই। তবে খনি থেকে প্রাপ্ত সেই স্ফটিকের ঔজ্জ্বল্য বিশেষ থাকে না। পরে কাটাই এবং পালিশের মাধ্যমে তা চকচকে করে তোলা হয়।

গয়নার বিষয়ে শাহরুখ এবং তাঁর স্টাইলিস্ট শালিনা নাথানি, দু’জনেই বেশ কৌতূহলী। হিরে, পান্নাখচিত নানা ধরনের গয়না নিয়ে পরীক্ষানিরীক্ষা করেন তাঁরা। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ যে শহরবাসীর জন্য বিশেষ কোনও চমক রাখবেন, সে কথা বলাই বাহুল্য। অভিনেতার কণ্ঠে ব্লাইন্ডিং হিরের গয়নার সঙ্গ দিয়েছিল ছিল বিলাস-প্রসাধনী সংস্থা বুলগরির রুপোর ‘কাফ’ দুল। তাতেও হিরে বসানো। ডান হাতে ছিল হিরেখচিত টেনিস ব্রেসলেট আর বাঁ হাতে ছিল ঘড়ি। সবই উল্লিখিত প্রসাধনী সংস্থার।

ফুলহাতা কালো রঙের শার্টের সঙ্গে ওই রঙেরই ‘হাই-রাইজ় ওয়েস্টলাইন’ ট্রাউজ়ার্স ছিল অভিনেতার পরনে। সঙ্গে ছিল চামড়ার জ্যাকেট, সেটিও কালো রঙের। কোমরে কালো বেল্টের উপস্থিতি টের পাইয়ে দিচ্ছিল নাভির কাছে থাকা রুপোলি বাক্‌ল।

Indian Premier League Eden Gardens Bollywood Actor Shah Rukh Khan

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}