এ বছরের দুর্গাপুজো প্রতি বারের থেকে আলাদা। উৎসবমুখর দিনের অপেক্ষার এক পারে বিচারের প্রতীক্ষায় রাতজাগা বহু মানুষ আর অন্য পারে দাঁড়িয়ে আছে জলে ডুবে থাকা গ্রাম, অসহায় কিছু মুখ। তবু বছরের এই একটা সময় ঘরের মেয়ে উমা ঘরে ফেরেন। তাঁর আদর-যত্ন যে করতেই হবে। তাই মন ভারাক্রান্ত হলেও মুখে হাসি নিয়ে শহর জুড়ে পুজোর প্রস্তুতি তুঙ্গে। পিছিয়ে নেই আনন্দবাজার অনলাইনও। একঝাঁক তারকাকে নিয়ে আয়োজিত হল ‘আগমনীর আড্ডা’র অনুষ্ঠান। প্রেম, পেটপুজো, পুজোর গান, নতুন প্রজন্মের নতুন ভাবনা নিয়ে আড্ডা দিতে এসে কেমন সাজলেন তারকারা? রইল ঝলক।
আরজি করের আন্দোলনের যে অভিনেত্রীদের প্রথম সারিতে দেখা গিয়েছে, তার মধ্যে সুদীপ্তা চক্রবর্তী অন্যতম। অনুষ্ঠানের ‘রাত দখলের মেয়েরা’ পর্বে হাজির ছিলেন অভিনেত্রী। খুব বেশি সাজগোজ নয়। অভিনেত্রীর পরনে ছিল কালো রঙের কাফতান ড্রেস। খোলা চুল, কানে ছোট দুল, হাতে ঘড়ি আর হালকা মেকআপ— সাজ ছিমছাম হলেও ছিল নজরকাড়া।