শিশুর কোমল ত্বকের জন্য যে প্রসাধনী তৈরি হয়, তা মাখলে বড়দের ত্বকও সুন্দর এবং নরম থাকে বলে মনে করেন অনেকেই। আবার কেউ কেউ প্রসাধনীতে থাকা রাসায়নিকের ব্যবহার এড়াতেও শিশুদের তৈরি ক্রিম রূপচর্চার জন্য বেছে নেন। কারণ ধরেই নেওয়া হয়, খুদের নরম ত্বকের উপযোগী প্রসাধনীতে ক্ষতিকর রাসায়নিক থাকবে না।
শুধু ক্রিমই নয়, একই কারণে লোশন, শ্যাম্পু, সাবান— সবটাই ব্যবহার করেন কেউ কেউ। কিন্তু শিশুর ত্বকের জন্য যা উপযোগী তা কি বড়দের ত্বকের জন্যও ভাল? চিকিৎসকেরা বলছেন, ‘‘শিশুদের ত্বক আর বড়দের ত্বক যখন এক নয়, প্রসাধনীও আলাদা হবে সেটাই স্বাভাবিক। ত্বকের ধরন যেমন পৃথক, প্রয়োজনীয়তাও ভিন্ন হবে। ’’
শিশু এবং বড়দের প্রসাধনীতে তফাত কোথায়?
শিশুর ত্বক হয় নরম, পাতলা, স্পর্শকাতর। প্রসাধনীও হয় ত্বকের কথা মাথায় রেখেই। বেঙ্গালুরুর চিকিৎসক রুবি সচদেব বলছেন, ‘‘শিশুদের প্রসাধনী হয় পাতলা, এতে বেশি পরিমাণে জল জাতীয় উপাদান থাকে। ত্বক যাতে বেশি তেলতেলে না হয়ে যায়, তেমন ফর্মুলায় এটি তৈরি হয়।’’
তবে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে কোনও মানুষের ত্বকেই বদল আসে। চামড়া ক্রমশ পুরু হয় হয়ে ওঠে। ত্বকে থাকা তৈলগ্রন্থি থেকে সিবাম নামক তৈলাক্ত পদার্থ নিঃসৃত হতে থাকে যা ত্বকের বর্ম হিসাবে কাজ করে। তা ছাড়া প্রাপ্তবয়স্কদের কাজের সুবাদে বাইরে যেতে হয়। ধুলো, ধোঁয়া, দূষণের প্রভাব তো আছেই, সূর্যের ক্ষতিকারক অতিবেগনি রশ্মির প্রভাবও পড়ে তাদের ত্বকে। চিকিৎসক বলছেন, ‘‘খুব স্বাভাবিক ভাবেই এমন ত্বক ভাল রাখতে বাড়তি উপকরণের দরকার হয়। শিশুর ত্বকের চাহিদা যে প্রসাধনী মেটাতে পারে, তা কখনও বয়স্ক বা বড়দের ত্বকের উপযোগী হতে পারে না। কারণ, ত্বকের ধরন, সমস্যা অনুযায়ী দরকার হয় বাড়তি যত্নের।’’
আরও পড়ুন:
ত্বকের চিকিৎসক নিকিতা সোনাভানে জানাচ্ছেন, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ত্বকে স্বাভাবিক আর্দ্রতাও কমতে থাকে। শিশুদের ক্রিম প্রাথমিক ভাবে ত্বক নরম রাখলেও, এতে ত্বকের প্রয়োজন পূরণ হয় না। বরং প্রাপ্তবয়স্কদের জন্য হায়ালুরোনিক অ্যাসিড, ভিটামিন সি, অ্যালো ভেরা, সেরামাইড, পেপটাইডের মতো উপকরণ বেশি কার্যকর হতে পারে।
শিশুদের কোনও কোনও ক্রিমে যে মাত্রায় খনিজ তেল থাকে তা তাদের ত্বকের আর্দ্রতা বজায় রাখতে পারলেও, প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত নয়। রুবির পরামর্শ, প্রাপ্তবয়স্কদের জন্য ভিটামিন ই, সিয়া বাটার, সেরামাইডস— এই ধরনের উপকরণগুলি ভাল। ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এগুলি অনেক বেশি কার্যকর।
অন্য দিকে, চোখে পড়লে যাতে জ্বালা না দেয় সে রকম উপকরণ দিয়ে তৈরি হয় শিশুদের শ্যাম্পু। অত্যন্ত মৃদু হয় এটি। বড়দের মাথার ত্বকে ধুলো, ময়লা, ঘাম যেমনটা জমে, শিশুদের কিন্তু তা হয় না। তাদের মাথার ত্বকও পাতলা হয়। ফলে প্রাপ্তবয়স্কদের মাথার ত্বক পরিষ্কার করার মতো উপাদান শিশুদের শ্যাম্পুতে থাকে না। একই যুক্তি খাটে শিশুদের সাবান এবং লোশনের ক্ষেত্রেও।
বড়দের জন্য কোনটা ভাল?
ত্বকের ধরন এবং সমস্যাভেদে বেছে নিতে হবে প্রসাধনী। চিকিৎসকদের কথায়, তৈলাক্ত, স্পর্শকাতর, ব্রণযুক্ত ত্বকের জন্য উপকরণও ভিন্ন হবে।
শুষ্ক ত্বক: এই ধরনের ত্বকের জন্য বাড়তি আর্দ্রতার প্রয়োজন। সেরামাইডস, ফ্যাটি অ্যাসিড, শিয়াবাটার শুষ্ক ত্বকের উপযোগী।
ব্রণযুক্ত ত্বক: এই ধরনের ত্বকের জন্য জেল বেসড ময়েশ্চারাইজ়ার বেছে নিতে পারেন। ব্রণের সমস্যা বেশি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার।
এ ছাড়া যে কোনও ত্বকের জন্যই সানস্ক্রিন ব্যবহার করা জরুরি বলছেন চিকিৎসকেরা।