প্রশাসন রুখতে পারছে না একের পর এক ধর্ষণের ঘটনা। মেয়েদের সুরক্ষায় এ বার তাই নতুন উপায় বাতলালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। মঙ্গলবার অখিলেশ বলেন, আত্মরক্ষায় প্রত্যেক মেয়েরই মার্শাল আর্টস শেখা উচিত। বদায়ূঁ গণধর্ষণের পর অস্বস্তিতে পড়ে মেয়েদের জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করেছিল উত্তরপ্রদেশ প্রশাসন। এ দিন সেই ব্যবস্থা সরেজমিনে দেখতে এসে মার্শাল আর্টস শিক্ষার উপর জোর দেন মুখ্যমন্ত্রী। আগামী শিক্ষাবর্ষ থেকেই রাজ্যের স্কুল ও কলেজগুলিতে আত্মরক্ষার এই পাঠ যাতে চালু হয়, তার জন্য মুখ্যসচিবকে পরিমাঠামো তৈরির নির্দেশও দিয়েছেন তিনি।
রাজ্য পুলিশের প্রধান এ এল বন্দ্যোপাধ্যায় ও এডিজি সুতপা সান্যালের সঙ্গে আজ বৈঠক করেছেন অখিলেশ যাদব। নারী-নিগ্রহের ঘটনা যে হাল্কা ভাবে নেওয়ার নয়, পুলিশের শীর্ষকর্তাদের আরও এক বার সে কথা মনে করিয়ে দিয়েছেন তিনি।
আজ বিরোধীদেরও একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী। অখিলেশের স্পষ্ট জবাব, বিরোধীরা যতই উত্তরপ্রদেশকে ব্যর্থ হিসাবে তুলে ধরার চেষ্টা করুক, তিনি হাল ছাড়ছেন না। তাঁর কথায়, “রাজ্যটা আয়তনে বিশাল, মুখ্যমন্ত্রীর বয়সও কম। এই সুযোগে তাঁর উপর আক্রমণ করা যাক বিরোধীদের মতলবটা যেন এ রকমই।”
লাগামছাড়া ধর্ষণ, প্রকাশ্য রাস্তায় খুন এ সব যে তিনি বরদাস্ত করবেন না, সপ্তাহ দু’য়েক আগে একশোরও বেশি আইএএস, আইপিএসকে বদলি করে সেই বার্তা দিয়েছিলেন অখিলেশ। যদিও তাতে নৈরাজ্য বন্ধ হয়নি। এর জন্য নেতামন্ত্রীদের মনোভাব, বিতর্কিত মন্তব্যকেই দায়ী করছেন অনেকে।
ভাবমূর্তি পুনরুদ্ধারে মুখ্যমন্ত্রী চেষ্টা করলেও সমস্যা বাধিয়েছেন সমাজবাদী পার্টিরই এক সাংসদ নরেশ অগ্রবাল। কাল তিনি মন্তব্য করেন “পড়শির গৃহপালিত পশুকেই অন্য কেউ এখন টেনে নিয়ে যেতে পারেন না!” বদায়ূঁ প্রসঙ্গে নরেশ জানান, “ঘটনা সত্যি হলে ব্যবস্থা নেওয়া হবে, নইলে কিছুই করা হবে না।” সাংসদের এই মন্তব্যে জলঘোলা হয় বিস্তর। নিন্দা করেছেন কংগ্রেস নেত্রী শোভা ওঝা থেকে মহিলা সংগঠনের সদস্য। মহিলা সংগঠন ‘উইমেন পাওয়ার কানেক্ট’-এর এক সদস্যের কথায়, মেয়েদের সঙ্গে এ ভাবে পশুর তুলনা লজ্জাজনক বললেও কম বলা হয়। এ সবের মধ্যেই ফের উত্তরপ্রদেশ থেকে খবর মিলেছে নারী নিগ্রহের। মুজফ্ফরনগরের এক মহিলা কনস্টেবলের অভিযোগ, এক মাস তাঁকে হেনস্থা করছেন থানারই ইনস্পেক্টর। তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy