থানার মধ্যে পুলিশ আধিকারিককে মারধর যুবকের। ছবি সৌজন্য টুইটার।
গার্হস্থ্য হিংসা মামলায় পরামর্শ দেওয়ার জন্য এক যুবককে থানায় ডেকে পাঠিয়েছিল পুলিশ। তাঁকে এক পুলিশ আধিকারিক বোঝানোর চেষ্টা করতেই হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই যুবক। তার পরই পুলিশ আধিকারিককে এলোপাথাড়ি মারতে শুরু করে। যুবককে থামাতে সেই যুবককে পাল্টা দু’চার ঘা-ও মারতে দেখা যায় আধিকারিককে। দু’জনের মধ্যে ধস্তাধস্তি সামলাতে থানার অন্য কর্মীরা ছুটে আসেন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মৈনপুরীতে।
সংবাদ সংস্থা এএনআই-কে মৈনপুরীর অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার (এএসপি) মধুবন কুমার জানিয়েছেন, যুবকের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের হয়েছে। যুবককে পরামর্শ দেওয়ার জন্য থানায় ডেকে পাঠানো হয়েছিল। এক পুলিশ আধিকারিক তাঁর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। তাঁকে পরামর্শ দেওয়ার চেষ্টা করেন। হঠাৎই ওই যুবক পুলিশ আধিকারিকের উপর হামলা চালান।
#WATCH | Young man loses temper, beats police official inside a police station premises in Mianpuri UP. He had been called for counselling in connection with another case.
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) July 5, 2022
(Note: Abusive language) pic.twitter.com/WhYJwa95NQ
এএসপি বলেন, “যুবকের পরিবার দাবি করেছে, তিনি মানসিক ভারসাম্যহীন। তাঁর চিকিৎসা চলছে। তবে এই দাবি সত্যি কি না তা খতিয়ে দেখার জন্য চিকিৎসার সমস্ত নথি যুবকের পরিবারের কাছে চাওয়া হয়েছে।”
অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। তাঁকে আটকও করা হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy