ধবনী নবীন। ছবি: সংগৃহীত
এক গ্লাস জল খেলেই হাতে আসে একটি টাকা। ওটাই পুরস্কার। লজেন্স কেনার দাম। সাত বছরের বালিকার শরীরে দ্রুত জল শুকিয়ে যায়। লজেন্সের লোভ দেখিয়ে বাবা-মা তাকে জল খাওয়ান। কিন্তু পুরস্কারের টাকায় শেষপর্যন্ত লজেন্স কেনা হয় না। সাত বছরের মেয়ে সেই টাকা জমিয়ে জমিয়ে রাখে। সম্প্রতি তার সেই যত্নের সঞ্চয় মেয়েটি রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিতে চেয়েছে। বদলে তার অনুরোধ, মুখ্যমন্ত্রী যেন রাস্তার খানাখন্দগুলি সারিয়ে দেওয়ার ব্যবস্থা করেন।
কর্নাটকের ঘটনা। রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের কাছে সাত বছরের ওই বালিকা তার প্রস্তাব রেখেছে একটি ভিডিয়োর মাধ্যমে। ৬১-র বাসবরাজকে সাত বছরের বালিকা ‘দাদু’ বলে সম্বোধন করেছে ভিডিয়োয়। আর দাদুর কাছে ৭ বছরের প্রশ্ন, ‘‘খারাপ রাস্তায় দুর্ঘটনা হচ্ছে। অনেকে মারা যাচ্ছেন। এঁদের বাড়ির লোকেরা এখন কী করবে?’’
Daughter of a labourer from #Tiptur #Tumkur Dhavani has appealed to @CMofKarnataka @BSBommai to fill potholes to save lives. She has made a video appealing him, and also says, she wants to contribute money which she has saved towards filling potholes in the city. pic.twitter.com/I4GzwwPI8Q
— Imran Khan (@KeypadGuerilla) October 25, 2021
সাত বছরের বালিকার ভিডিয়োটি নেট মাধ্যমে ভাইরাল হয়েছে। কর্নাটকের টুমকুর জেলার বাসিন্দা ওই বালিকা হেগ্গানাহাল্লির সরকারি স্কুলের ক্লাস টু-এর ছাত্রী। নাম ধবনী নবীন। বাবা পেশায় ঠিকা মিস্ত্রি। মা রেখা নবীন বাড়িতেই থাকেন। বছর দুয়েক আগে খানা খন্দে ভরা রাস্তায় দুর্ঘটনায় পড়েছিলেন রেখা। সেই দুর্ঘটনায় তাঁর পায়ের হাড় ভেঙে যায়। জখম আজও পুরোপুরি সারেনি। রেখা জানিয়েছেন, তাঁর মেয়ে মায়ের সমস্যা নিয়মিত দেখে। সম্প্রতি একটি পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর খবরও শুনেছে সে। তারপর থেকেই রাস্তা সারানোর কথা মাথায় ঘুরছে তার।
ক্লাস টু-এর ছাত্রী নাচে-গানে বহু পুরস্কার জিতেছে। রেখা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর জন্য ভিডিয়োটি সে মাকেই রেকর্ড করে দিতে বলে। রেখা জানিয়েছেন, ধবনীর স্বপ্ন বড় হয়ে দেশের রাষ্ট্রপতি হওয়ার। তবে রাষ্ট্রপতি হয়ে শুধু ভাল রাস্তা নয় দেশের সবাইকে বিনামূল্যে বাড়িও দেবে সে।
#Bengaluru: Girl offers her savings to Karnataka CM for fixing potholes. 2 years after her mother met with an accident caused by a pothole leaving her with a broken leg, a 7-year-old girl has made a video appeal to #Karnataka CM #BasavarajBommai to fill up #potholes in the city pic.twitter.com/skhAoD4fFh
— Tirthankar Das (@tirthaMirrorNow) October 25, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy