ছবি: পিটিআই।
সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি-বিরোধী আন্দোলন ঠেকানোর নামে উত্তরপ্রদেশের পুলিশের ‘বাড়াবাড়ির’ অভিযোগে সরব বিভিন্ন মহল। তার মধ্যেই পুলিশের আচরণকে সমর্থন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কড়া বার্তা দিলেন বিক্ষোভকারীদের।
আগে যোগী জানিয়ে দিয়েছিলেন, আন্দোলনের ফলে সরকারি সম্পত্তি নষ্টের ক্ষতিপূরণ তুলতে প্রতিবাদীদের সম্পত্তি নিলাম করা হবে। আর শুক্রবার রাতে যোগীর অ্যাকাউন্ট থেকে একাধিক টুইট করে মুখ্যমন্ত্রীর দফতর জানিয়েছে, ‘‘প্রত্যেক দাঙ্গাবাজ হতভম্ব। প্রত্যেক আন্দোলনকারী স্তব্ধ। যোগী আদিত্যনাথ সরকারের কড়া পদক্ষেপ দেখে সকলে চুপ করে গিয়েছে। যারাই সরকারি সম্পত্তি নষ্ট করবে, তাদের কাছ থেকেই সেই টাকা তোলা হবে। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার রয়েছে, তাই প্রত্যেক হিংসাত্মক আন্দোলনকারীকে কাঁদতে হবে।’’ আর একটি টুইটে বলা হয়েছে, ‘‘কড়া পদক্ষেপ দেখে এখন প্রতিটি দাঙ্গাবাজ ভাবছে যোগীজির সরকারকে চ্যালেঞ্জ করে
তারা বড় ভুল করেছে।’’
আরও পড়ুন: ক্যানসার নিয়েই লড়ছেন ৭৬ বছরের প্রাক্তন আইজি দারাপুরী
সিএএ এবং এনআরসি নিয়ে যাঁরা গুজব ছড়ানোর চেষ্টা করছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য গত কালই আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যোগী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy