Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Yashwant Sinha

President Election 2022: সোমবার মনোনয়ন যশবন্তের, সঙ্গে থাকবেন জোটের প্রতিনিধিরা, দিল্লি গেলেন অভিষেক

সোমবার বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করবেন যশবন্ত সিন্‌হা। মনোনয়নের সময় তাঁর সঙ্গে থাকবেন বিরোধী শিবিরের নেতারা।

বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিংহ।

বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিংহ। ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ জুন ২০২২ ২০:৫৪
Share: Save:

সব ঠিকঠাক থাকলে সোমবার দুপুরে বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন যশবন্ত সিন্‌হা। মনোনয়নের আগেই বিরোধীদের তরফে এক বৈঠকের ডাক দেওয়া হয়েছে, এই বৈঠকে থাকবেন এনসিপি নেতা শরদ পওয়ার, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুখ আব্দুল্লাহ-সহ ১৭ বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তৃণমূলের তরফে হাজির থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যার বিমানে দিল্লি রওনা হয়েছেন তিনি।বৈঠক শেষ হলে প্রার্থীকে নিয়ে রাজ্যসভার দফতরে মনোনয়ন দাখিল করতে যাবেন তাঁরা। মনোনয়ন দাখিলের পর সমর্থনকারী দলের নেতাদের নিয়ে যশবন্ত প্রথমে গাঁধী মূর্তিতে শ্রদ্ধা জানাতে যাবেন ও পরে শ্রদ্ধাজ্ঞাপন করবেন অম্বেডকরের মূর্তিতে। পরে বিজয় চকে সাংবাদিক বৈঠক করবেন তিনি।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার আগে পর্যন্ত তৃণমূলের সর্বভারতীয় সহসভাপতি ছিলেন যশবন্ত। তাই স্বাভাবিক ভাবেই তাঁর মনোনয়নের সময় দলের কোনও শীর্ষ নেতার উপস্থিত থাকেন কিনা, সেদিকে নজর ছিল জাতীয় রাজনীতির কারবারিদের। শেষ পর্যন্ত দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককেই নিজের প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে এনডিএ শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু নিজের মনোনয়ন দাখিল করেছেন। আর যশবন্ত সোমবার মনোনয়ন দাখিল করলেই রাষ্ট্রপতি ভোটের যুদ্ধের ঢাকে কাঠি পড়ে যাবে। ১৮ জুলাই ভোটের আগে দুই প্রার্থীই বিভিন্ন রাজ্যে ঘুরে নিজেদের সমর্থনে ভোট চাইবেন।

অন্য বিষয়গুলি:

Yashwant Sinha President Election 2022 India president election President Election
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy