উত্তরাখণ্ডের রাস্তায় ধ্বংসস্তূপ। ছবি: টুইটার।
দুর্যোগের মধ্যেই নয়া বিপত্তি উত্তরাখণ্ডে। ধসের কারণে রাস্তার উপর ধ্বংসস্তূপ পড়ার জেরে উত্তরাখণ্ডে যমুনোত্রী জাতীয় সড়ক (১২৩ নম্বর) অবরুদ্ধ হয়ে পড়ল। শনিবার সকালে গাড়ওয়াল জেলার পাউরি তেহসিলে চামি গ্রামের কাছে রাস্তায় পাথর ভেঙে পড়ে। এর ফলে যমুনোত্রী জাতীয় সড়কে যান চলাচল থমকে গিয়েছে। আটকে পড়েছে বেশ কয়েকটি গাড়ি। সংবাদ সংস্থা এএনআই সূত্রে এই খবর জানা গিয়েছে।
রাস্তার বিভিন্ন অংশে ধ্বংসস্তূপ পড়ার কারণে একই পরিস্থিতি বদ্রীনাথ জাতীয় সড়কে। পাগল নালার কাছে অবরুদ্ধ হয়ে পড়েছে ওই রাস্তা। ধ্বংসস্তূপ সরাতে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে উদ্ধারকারী দল।গত কয়েক দিন ধরেই বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকা। হরিদ্বারে তিন জনের মৃত্যু হল। মৃতদের মধ্যে রয়েছে সাত বছরের এক শিশু।
গত কয়েক দিনে ভারী বর্ষণের কারণে রাজ্যের বিভিন্ন এলাকায় জল জমেছে। বিশেষত, হরিদ্বারের বিভিন্ন এলাকা জলমগ্ন। ৫১১টি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। যার জেরে দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। লাকসার, হরিদ্বার, ভগবানপুর, রুরকির গ্রামগুলির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হয়েছে। খাবার, পানীয় জল দেওয়া হয়েছে। হরিদ্বারে প্লাবিত এলাকাগুলিতে পুলিশ, সেনা মোতায়েন করা হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy