বান্দ্রায় সলমন খানের বাড়ির সামনে পুলিশের পাহারা। —নিজস্ব চিত্র।
‘ফোটো মত নিকালিয়ে!’
বান্দ্রার বয়রামজি জিজিভয় রোডে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে মোবাইলের ক্যামেরা চালু করতেই ঠান্ডা গলায় সতর্কবার্তা। সাদা রঙের আবাসনের পাঁচিলের গায়েই মুম্বই পুলিশের গাড়ি। পাশে পুলিশের অস্থায়ী চৌকি। আবাসনের উল্টো দিকে মুম্বই পুলিশ-বান্দ্রা লেখা পুলিশের পুরনো ভ্যান। তার পাশেই মুম্বই পুলিশের অফিসার, কনস্টেবলেরা ঘাঁটি গেড়ে রয়েছেন। সেখান থেকেই ছবি তোলায় ‘নিষেধাজ্ঞা’ ভেসে এল।
বান্দ্রা-পশ্চিমের এই আবাসনই সলমন খানের ঠিকানা। কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের গ্যাং সলমন খানকে পাঁচ কোটি টাকা না দিলে খুনের হুমকি দিয়েছে। গত ১২ অক্টোবর বান্দ্রাতেই মহারাষ্ট্রের দাপুটে রাজনীতিক বাবা সিদ্দিকীকে গুলি করে খুন করেছিল বিশ্নোই গ্যাংয়ের তিন জন ভাড়াটে খুনি। কংগ্রেসের তিন বারের বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী লোকসভা ভোটের আগে অজিত পওয়ারের এনসিপি-তে যোগ দিয়েছিলেন বাবা। শাহরুখ ও সলমন, দু’জনেই ঘনিষ্ঠ ছিলেন। তাঁর খুনের পরে ‘সলমন খানের অবস্থা বাবা সিদ্দিকীর থেকেও খারাপ হবে’ বলে হুমকি দেওয়া হয়। সেই থেকেই ‘ভাইজান’-এর বাড়ির সামনে পুলিশের পাহারা বসেছে। শুধু ছবি তোলায় মানা নয়, সলমন খানের বাড়ির সামনে তাঁর কোনও ভক্তকেই দাঁড়াতে দিচ্ছে না পুলিশ।
ঠিক এক কিলোমিটার দূরে বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডের কাছে শাহরুখ খানের ‘মন্নত’-এর সামনে উল্টো ছবি। রীতিমতো মেলার পরিবেশ। ‘মন্নত’ লেখা ফটকের সামনে পালা করে ছবি তোলা চলছে। পাওভাজি, শরবৎ বিকোচ্ছে। লরেন্স বিশ্নোই গ্যাংয়ের নাম করে শাহরুখ খানকেও খুনের হুমকি দিয়েছিলেন রায়পুরের এক আইনজীবী। পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। ‘মন্নত’-এর সামনে পুলিশের উপস্থিতি বলতে শুধু একটা বোর্ড। তাতে লেখা—‘পকেটমার হইতে সাবধান’। ঠান্ডা জলের বোতল বেচতে এসে উত্তরপ্রদেশের আজমগঢ়ের মুস্তাফা আনসারি সুর করে গান ধরেছেন, ‘উপর গৌরী কা মকান, নীচে শাহরুখ কা দোকান!’ অথচ সলমন খানের বাড়ির সামনের রাস্তা শুনশান। পুলিশ রাস্তায় ট্যাক্সি, বাইকের গতি কমতে দেখলেই সতর্ক হয়ে উঠছে।
কারণ? মুম্বই পুলিশের কর্তারা বলছেন, গত এপ্রিলে সলমন খানের বাড়ির সামনেই দুই বাইক আরোহী আততায়ী গুলি ছুড়েছিল। তারাও বিষ্ণোই গ্যাংয়েরই সদস্য ছিল। মুম্বই পুলিশের দাবি, এর পরেই বাবা সিদ্দিকীকে খুনের পরিকল্পনা শুরু করে বিশ্নোই গ্যাং। একাধিক খুন, অপহরণ, তোলাবাজির মামলায় গুজরাতের সাবরমতী কেন্দ্রীয় কারাগারে বন্দি লরেন্স বিশ্নোই। সেখান থেকেই তার দুনিয়া জুড়ে ‘সুপারি’ খুন, তোলাবাজির কারবার চলে। লরেন্সের হয়ে কানাডায় বসে এই অবৈধ কারবারের দেখভাল করে তার ভাই আনমোল। সিদ্দিকীর খুনে জড়িত ভাড়াটে ‘শ্যুটার’-দের উত্তরপ্রদেশ, হরিয়ানা থেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবারও পঞ্জাব থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু কেন বিষ্ণোই গ্যাং মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী, জনপ্রিয় রাজনীতিক বাবা সিদ্দিকীকে খুন করল, তার কোনও উত্তর মেলেনি। বাবা সিদ্দিকীর খুন, সলমন-শাহরুখকে হুমকি মুম্বইয়ে বলিউডের সঙ্গে গ্যাংস্টারের যোগাযোগ নিয়ে নতুন করে রহস্য তৈরি করেছে।
মহারাষ্ট্রের নির্বাচনে কী ভাবে লরেন্স বিশ্নোই গ্যাং ছায়া ফেলেছে, তা টের পাওয়া যায় বান্দ্রা-পূর্ব বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্র থেকেই লড়ছেন বাবা সিদ্দিকীর পুত্র জিশান সিদ্দিকী। জিশান গত পাঁচ বছর কংগ্রেসের বিধায়ক ছিলেন। ভোটের আগে বাবার পথে হেঁটেই অজিত পওয়ারের এনসিপি-তে যোগ দিয়েছেন। ১২ অক্টোবর বান্দ্রায় জিশানের দফতরের সামনেই বাবা সিদ্দিকী গুলিবিদ্ধ হন। পুলিশের আশঙ্কা, বিশ্নোই গ্যাংয়ের ‘খতম তালিকা’-য় জিশানের নামও রয়েছে। কারণ বাবা সিদ্দিকীর খুনের তদন্তে ধৃত দুষ্কৃতীদের মোবাইলে তাঁর ছবি মিলেছে।
জিশান সিদ্দিকীর দেখা মিলল বান্দ্রার খের নগরে প্রচারে। চার দিকে থিকথিক করছে সাদা পোশাকের পুলিশ। জিশান প্রচারে বলছেন, ‘‘আমাকেও হুমকি দেওয়া হচ্ছে। তবে বান্দ্রার মানুষের আশীর্বাদ আমার সঙ্গে। শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাব।’’
বান্দ্রা পূর্ব বিধানসভা কেন্দ্র বরাবরই শিবসেনার কাছে সম্মানের লড়াই। কারণ এই বিধানসভা কেন্দ্রেই বাল ঠাকরে, উদ্ধব ঠাকরে পরিবারের বাসভবন ‘মাতোশ্রী’। বান্দ্রা পূর্ব থেকে উদ্ধব ঠাকরের শিবসেনা তাই পরিবারের সদস্য বরুণ সরদেশাইকে প্রার্থী করেছে। বরুণ আদিত্য ঠাকরের মামাতো ভাই। যুব সংগঠনের নেতা। উদ্ধবের শিবসেনার নেতারা আশা করছেন, জিশান কংগ্রেস ছেড়ে বিজেপির শরিক অজিত পওয়ারের এনসিপি-তে যোগ দেওয়ায় মুসলিম ভোট তাঁর থেকে সরে যাবে। তবে পিতৃহারা জিশান সহানুভূতির ভোট কুড়োবেন। এক মাস আগে পিতৃহারা জিশান বাবার মৃত্যুর শোক পালনের সময়ও পাননি। তার আগেই ভোটে নেমে পড়তে হয়েছে। ‘‘আমি নিজেই বুঝতে পারছি না, কী হয়ে চলেছে। আমার দফতরের বাইরে বাবাকে গুলি করে চলে গেল। কখনও ভাবিনি বাবাকে ছাড়া ভোটে লড়তে হবে’’, প্রচারে গলা ধরে আসে জিশানের।
বান্দ্রার পূর্ব থেকে পশ্চিমে লরেন্স বিশ্নোই নামক গ্যাংস্টারের ছায়া দীর্ঘতর হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy