Advertisement
০৬ জানুয়ারি ২০২৫
CAA

সিএএ-তে পিছু হটব না: মোদী

কেজরীর শপথগ্রহণের দিকে নজর রেখেই এ দিন তৈরি করা হয়েছিল মোদীর বারাণসীর সূচি।

বারাণসীতে প্রধানমন্ত্রী। ছবি: পিটিআই

বারাণসীতে প্রধানমন্ত্রী। ছবি: পিটিআই

সংবাদ সংস্থা 
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৩৭
Share: Save:

শাহিন বাগকে প্রতিপক্ষ হিসেবে তুলে ধরে দিল্লি ভোটে প্রচার চালিয়েছিলেন অমিত শাহ। কাজে আসেনি তা। আজ কিন্তু বারাণসীতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বললেন, সিএএ এবং জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপের সিদ্ধান্ত থেকে পিছু হটার প্রশ্ন নেই। তবে তার সঙ্গে উন্নয়নের প্রশ্নকেও সামনে রাখতে ভুুললেন না।

কেজরীর শপথগ্রহণের দিকে নজর রেখেই এ দিন তৈরি করা হয়েছিল মোদীর বারাণসীর সূচি। কেজরী যখন শপথ নিচ্ছেন তখন মোদী বারাণসীতে লিঙ্গায়েত সম্প্রদায়ের জঙ্গমওয়াড়ি মঠে এক অনুষ্ঠানে। সেখানে উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পাশাপাশি ছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাও। পরে এক জনসভায় মোদী বলেন, ‘‘দেশের স্বার্থে সিএএ কার্যকর করা ও জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপের সিদ্ধান্ত জরুরি ছিল। আমাদের উপরে প্রচণ্ড চাপ ছিল। কিন্তু আমরা চাপের কাছে নতিস্বীকার করিনি, করবও না।’’

কিন্তু একই সঙ্গে উন্নয়নকেও গুরুত্ব দিয়েছেন মোদী। তিনি বলেন, ‘‘গত কয়েক বছরে বারাণসীতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের কাজ হয়েছে। সড়ক, জলপথ ও রেলপথকে গুরুত্ব দিচ্ছি আমরা।’’ পরে ‘কাশী এক, রূপ অনেক’ শীর্ষক হস্তশিল্পের প্রদর্শনীতে যান প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘‘প্রথমে ধর্মস্থানে গেলাম। তার পর আধুনিকতার কেন্দ্রে। এখন এসেছি স্বনিযুক্তি কেন্দ্রে। কাশী এক হলেও তার রূপ অনেক।’’

অন্য বিষয়গুলি:

CAA Narendra Modi BJP Citizenship Amendment Act
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy