টিকিট পরীক্ষা করছেন রোজালিন আরোকিয়া মেরি। ছবি: টুইটার।
বিনা টিকিটের যাত্রীদের জরিমানা করে রেলের হাতে ১ কোটি টাকা তুলে দিলেন রোজালিন আরোকিয়া মেরি। দেশের প্রথম মহিলা টিকিট পরীক্ষক যিনি এই বিপুল পরিমাণ জরিমানা আদায় করেছেন। আর এ কাজ করেই রেলের প্রশংসা কুড়োচ্ছেন তিনি।
রেল মন্ত্রক এ প্রসঙ্গে একটি টুইট করেছে। তাতে বলা হয়েছে, “নিষ্ঠার সঙ্গে নিজের কর্তব্যে অবিচল ছিলেন রোজালিন আরোকিয়া মেরি। দেশের প্রথম মহিলা টিকিট পরীক্ষক হিসাবে বিনা টিকিটের যাত্রীদের জরিমানা করে ১ কোটি ৩ লক্ষ টাকা সংগ্রহ করেছেন।” রোজালিন টিকিট পরীক্ষা করছেন, এমন ছবি টুইটারে শেয়ারও করেছে রেল মন্ত্রক।
Showing resolute commitment to her duties, Smt.Rosaline Arokia Mary, CTI (Chief Ticket Inspector) of @GMSRailway, becomes the first woman on the ticket-checking staff of Indian Railways to collect fines of Rs. 1.03 crore from irregular/non-ticketed travellers. pic.twitter.com/VxGJcjL9t5
— Ministry of Railways (@RailMinIndia) March 22, 2023
দক্ষিণ রেলের টিকিট ইনস্পেক্টরের পদে কর্মরত রোজালিন। ২০২২-২৩ অর্থবর্ষে এই জরিমানার অর্থ সংগ্রহ করেছেন রোজালিন। শুধু রোজালিনই নন, চেন্নাই ডিভিশনের এস নন্দকুমার ২০২২-২৩ অর্থবর্ষে দেড় কোটি টাকার বেশি জরিমানার অর্থ সংগ্রহ করেছেন।
রেল সূত্রে খবর, ওই অর্থবর্ষে ২৭ হাজার ৭৮৭ জন বিনা টিকিটের যাত্রীকে জরিমানা করে ১ কোটি ৫৫ লক্ষ টাকা সংগ্রহ করেছেন নন্দকুমার। তাঁর এই কৃতিত্বের জন্য দক্ষিণ রেলের তরফে পুরস্কারও দেওয়া হয়েছে নন্দকুমারকে। এই তালিকায় রয়েছেন শক্তিভেল নামে আরও এক টিকিট পরীক্ষক। তিনি জরিমানা করে ১ কোটি ১০ লক্ষ টাকা সংগ্রহ করেছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy