সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে ছেলেকে বাঁচালেন মা। ছেলের হাত ধরে উঠোনে নামছিলেন ওই মহিলা। শেষ সিঁড়ির গা ঘেঁষে তখন চার ফুটের একটি গোখরো ধীর গতিতে এগোচ্ছিল। মহিলা বা তাঁর ছেলে কারওরই চোখে পড়েনি যে, সিঁড়ির নীচে সাক্ষাৎ মৃত্যু অপেক্ষা করছে।
শেষ সিঁড়ি নেমে উঠোনে পা দিতেই গোখরোর মাথার উপর পা পড়ছিল শিশুটির। কিন্তু তৎক্ষণাৎ মাথা সরিয়ে নিয়েছিল সাপটি। তখনও মহিলা এবং তাঁর ছেলের চোখে পড়েনি যে কী বড় বিপদ অপেক্ষা করেছিল তাঁদের জন্য। ছেলেটি উঠোনে নেমে ফের সিঁড়ির দিকে ঘুরতেই ছোবল মারার জন্য ফণা তোলে গোখরোটি।
Everybody reacted the way they shud . Snake defensive, child panicked and mother composed. Finally everything ended well
— Thinker (@Thinker_Indus) August 12, 2022pic.twitter.com/uGjKTp8EO5
সেই মুহূর্তে গোখরোটি মহিলার নজরে পড়তেই তিনি ছেলেকে টেনে সরিয়ে নেন। ঘটনাটি কর্নাটকের মান্ড্যর। গা শিউরে ওঠা এই দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।