গ্রাফিক— শৌভিক দেবনাথ।
মাহি মার রাহা হ্যায়! অথচ টিভিতে তা দেখতে পাচ্ছেন না স্ত্রী সাক্ষী সিংহ ধোনি। কারণ এলাকায় যে লোডশেডিং! এমন পরিস্থিতিতে রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। জানা যায়নি, সত্যিই স্বামীর মার মার কাট কাট দেখতে গিয়েই রাঁচির বাড়ির টিভি অন্ধকার হয়ে গিয়েছিল কি না, কিন্তু ঝাড়খণ্ডে বিদ্যুতের সমস্যা নিয়ে কড়া টুইট করলেন ধোনি ঘরনি।
সোমবার সাক্ষী টুইটে লেখেন, ‘ঝাড়খণ্ডের একজন করদাতা হিসেবে শুধু জানতে চাই, এত বছর ধরে ঝাড়খণ্ডে বিদ্যুতের সঙ্কট চলছে? আমরা তো সচেতন ভাবে শক্তি সংরক্ষণে চেষ্টার কোনও কসুর করছি না!’
As a tax payer of Jharkhand just want to know why is there a power crisis in Jharkhand since so many years ? We are doing our part by consciously making sure we save energy !
— Sakshi Singh ❤️ (@SaakshiSRawat) April 25, 2022
প্রসঙ্গত, শ্রীমতী ধোনির শেষ টুইট এক বছর আগে করা। তার পর রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তাঁর এই টুইট।
ঝাড়খণ্ডে চলছে প্রবল গরম। বেশির ভাগ জেলাতেই তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রির উপরে। পশ্চিম সিংভূম, কোডারমা ও গিরিডি জেলা তাপপ্রবাহের কবলে চলে গিয়েছে। রাঁচি, বোকারো, পূর্ব সিংভূম, গারহওয়া, পালামৌ এবং ছাতরা জেলাতেও আগামী দু’এক দিনের মধ্যে তাপপ্রবাহ শুরু হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তার সঙ্গে দোসর হয়েছে ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়া।
শক্তি মন্ত্রক সূত্রে খবর, কয়লা যোগানের অভাবেই বিদ্যুৎ সঙ্কটের মুখে পড়েছে একাধিক রাজ্য। সমস্যা সমাধানে দ্রুত বিকল্পের কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। কী ভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায়, তা নিয়ে ভাবতে জরুরি বৈঠকে বসেছে মন্ত্রক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy