বিগত ছ’মাসের বেশি সময় ধরে চলতে থাকা নয়া কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন নিয়ে এ বার বিক্ষোভকারী কৃষকদের সরাসরি হুঁশিয়ারি দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। বুধবার তিনি বলেন, ‘‘কৃষক বিক্ষোভের মুখে রাজনৈতিক নেতারা চুপ করে আছেন ঠিকই, কিন্তু কিন্তু সীমা অতিক্রম করলে ভাল হবে না।’’
বুধবারই গাজিপুরের কাছে দিল্লি উত্তরপ্রদেশ-দিল্লি সীমানায় বিক্ষোভকারী কৃষকদের সঙ্গে স্থানীয় বিজেপি নেতাদের সংঘর্ষের ঘটনা ঘটে। তা নিয়েই খট্টর বলেন, ‘‘কিসান শব্দটা অত্যন্তই পবিত্র। কিন্তু কিছু দুর্ভাগ্যজনক ঘটনার কারণে আজ শব্দটার মানেই বদলে গিয়েছে। মা-বোনেদের হেনস্থা করা হচ্ছে। খুন করা হচ্ছে। রাস্তা আটকে দিচ্ছে। এই ধরনের অগণতান্ত্রিক ঘটনার তীব্র বিরোধিতা করছি।’’
কৃষক আন্দোলনের জেরে হরিয়ানায় বেশ চাপে রয়েছে খট্টর সরকার। গ্রামে গ্রামে বিজেপি নেতাদের ঢুকতে বাধা দেওয়ার মতো খবরও আগে প্রকাশ্যে এসেছে। সেই বিষয়ে খট্টর বলেন, ‘‘আমরা শান্তি বজায় রেখেছি। কিন্তু তা সত্ত্বেও ওরা আমাদের হুমকি দিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী কোথাও যেতে পারছেন না। ওঁরা আমাদের প্ররোচিত করলেও আমরা চুপ আছি, কারণ ওঁরাও এ রাজ্যের মানুষ। কিন্তু কেউ যদি সীমা অতিক্রম করেন, তা হলে ভাল হবে না।’’