উত্তাল সমুদ্র। ছবি: পিটিআই।
চলতি সপ্তাহেই জোড়া ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে দক্ষিণ ভারতের একাংশে। তার জেরে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেরল, কর্নাটক উপকূল এবং তামিলনাড়ুতে। বৃহস্পতিবার এমনই সতর্কবার্তা দিল আবহাওয়া দফতর।
চলতি সপ্তাহেই ঘূর্ণিঝড় কিয়ার সম্পর্কে সতর্ক করেছিল আবহাওয়া দফতর। বৃহস্পতিবার তারা জানায়, আরব সাগরের উপর নতুন করে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, যার নাম মহা। কিয়ারকে অনুসরণ করেই এগোচ্ছে সে। প্রবল শক্তি বাগিয়ে দক্ষিণ ভারতের উপকূল বরাবর অঞ্চলে একই সঙ্গে কিয়ার-মহা আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ১৯৬৫ সালের পর এই প্রথম বার আরব সাগরে একই সঙ্গে দু’টি ঘূর্ণিঝড় তৈরি হল বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতর সূত্রে।
এর পাশাপাশি, দেশের পূর্ব উপকূলবর্তী একাধিক রাজ্যেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বলা হয়েছে, রবিবার নাগাদ উত্তর আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হতে পারে।
আরও পড়ুন: ‘গ্যাস চেম্বার’ দিল্লি! বাতাসের ভয়ানক অবনতিতে জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা জারি
আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের সাতকাহন, খেলুন কুইজ
এ বছর দেরিতে বর্ষা এলেও, উৎসবের মরসুমেও বৃষ্টির সাক্ষী থেকেছেন এ রাজ্যের মানুষ। এমনকি কালীপুজোর সময়ও বৃষ্টি হয়েছে। তা নিয়ে চলতি সপ্তাহের রিপোর্টে আবহাওয়া দফতর জানিয়েছে, এ বছর ৩০ অক্টোবর পর্যন্ত ২০০ শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে ভারতে। গত সপ্তাহে মধ্য ভারতেই ৫৭২ শতাংশ অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে। তার মধ্যে শুধুমাত্র অক্টোবর মাসেই ৪৪ শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে ভারতে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy