Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Ayodhya Ram Mandir

তিন রামলালার মধ্যে ভোট! লড়াই শেষে রামমন্দিরের গর্ভগৃহে কে ঠাঁই পাবেন? চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবারেই

শুক্রবার বৈঠকে বসতে চলেছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। ট্রাস্ট সূত্রে খবর, সদস্যদের নিয়ে ভোটের মাধ্যমে তিনটি মূর্তির মধ্যে থেকে সেরাটিকে বেছে নেওয়া হবে।

Voting to decide Ram Lalla idol on Friday, three designs up for contest

রামমন্দিরের গর্ভগৃহে রামলালার কোন মূর্তি বসবে, তা চূড়ান্ত হতে চলেছে শুক্রবার। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৩ ১৪:১৪
Share: Save:

আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা হতে চলেছে। তবে মন্দিরের গর্ভগৃহে রামলালা বা শিশুবেলার রামচন্দ্রের কোন মূর্তি রাখা হবে, তা এখনও নির্ধারিত হয়নি। শুক্রবার এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসতে চলেছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। ট্রাস্ট সূত্রে খবর, এ দিনই সদস্যদের মধ্যে একটি ভোটের মাধ্যমে তিনটি মূর্তির মধ্যে থেকে সেরাটিকে বেছে নেওয়া হবে।

নির্মীয়মাণ রামমন্দিরের নির্মাণ সংক্রান্ত বিষয়টি দেখভালের দায়িত্বে রয়েছে এই ট্রাস্টই। আগামী ২২ জানুয়ারি রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তা ছাড়াও দেশবিদেশের একাধিক বিশিষ্ট মানুষকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ট্রাস্টের তরফে একটি ছবি প্রকাশ করে আগেই জানানো হয়েছিল যে, রামমন্দিরের গর্ভগৃহের কাজ প্রায় শেষ হয়েছে। এমনকি সেখানে আলোকসজ্জার কাজও কিছু দিন আগে শেষ হয়েছে। এ বার কেবল রামলালার মূর্তি প্রতিষ্ঠার পালা।

ইতিমধ্যেই তিন জন আলাদা শিল্পীকে দিয়ে তৈরি করানো হয়েছে রামলালার তিনটি মূর্তি। তবে কোন মূর্তিটি শেষ পর্যন্ত গর্ভগৃহে প্রতিষ্ঠিত হবে, তা নির্ধারিত হবে শুক্রবার। ট্রাস্টের সম্পাদক চম্পত রাই জানিয়েছেন, রামচন্দ্রের পাঁচ বছরের শিশুরূপকে কল্পনা করে ৫১ ইঞ্চি উচ্চতার তিনটি মূর্তি তৈরি করানো হয়েছে। ঐশ্বরিক গুণে যে মূর্তিটি সেরা বলে বিবেচিত হবে এবং যে মূর্তিতে রামচন্দ্রের বাল্যবেলার মুখচ্ছবি স্পষ্ট ভাবে ফুটে উঠবে, সেটিকেই চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

আগামী ২২ জানুয়ারি বিকেলে একাধিক ধর্মীয় বিধি পালনের পর গর্ভগৃহে ‘স্থায়ী আস্তানা’ পাবে রামলালার বিগ্রহ। আগামী শনিবার অযোধ্যার নতুন বিমানবন্দর এবং রেলস্টেশনের উদ্বোধন করতে আসছেন মোদী। সাজ সাজ রব পড়ে গিয়েছে গোটা অযোধ্যা জুড়েই।

অন্য বিষয়গুলি:

Ram Mandir Ajodhya Ramlala Idol
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy