দুর্ঘটনাস্থল থেকে কিং জর্জ হাসপাতালে নিয়ে আসা হয়েছে এক আক্রান্তকে। বৃহস্পতিবার বিশাখাপত্তনমে। ছবি: পিটিআই
বিশাখাপত্তনমে গ্যাস লিক কাণ্ডে জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে আলাদা করে কথাও বলেছেন তিনি। অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিকে সব রকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী। গ্যাস লিকে অসুস্থদের দ্রুত আরোগ্য এবং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এ ছাড়া শাসক-বিরোধী সব রাজনৈতিক দলের নেতারাও মৃতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। অন্য দিকে গ্যাস লিক হওয়া বিশাখাপত্তনমের ওই সংস্থার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের শিল্পমন্ত্রী এমজি রেড্ডি।
বৃহস্পতিবার ভোর রাতে বিশাখাপত্তনমে রাসায়নিক কারখানায় গ্যাস লিকে মৃত্যু হয়েছে অন্তত ন’জনের। আরও প্রায় ১০০০ জন অসুস্থ হয়ে শহরের একাধিক হাসপাতালে ভর্তি হয়েছন। মারাত্মক এই দুর্ঘটনায় এ দিন সকালেই টুইটারে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘‘বিশাখাপত্তনমের পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। কথা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গেও। বিষয়টি নজরে রয়েছে।’’
এর পর প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়, বিশাখাপত্তনমের পরিস্থিতি মোকাবিলায় একটি জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী। গ্যাস লিকের মোকাবিলায় কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আরও কী কী করা দরকার, তা নিয়ে কথা হয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহদের সঙ্গে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির সঙ্গে কথা বলে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন বলেও জানানো হয় পিএমও-র ওই টুইটে।
#VizagGasLeak: Prime Minister Narendra Modi called for a meeting of the NDMA (National Disaster Management Authority), in wake of the situation in Visakhapatnam (Andhra Pradesh). Union Defence Minister Rajnath Singh and Union Home Minister Amit Shah also present. pic.twitter.com/riFiBKnFMY
— ANI (@ANI) May 7, 2020
আরও পড়ুন: অন্ধ্রের কারখানায় গ্যাস লিক, শিশু-সহ মৃত আট, অসুস্থ অন্তত ১০০০
অন্য দিকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইটারে লিখেছেন, ‘‘বিশাখাপত্তনমে গ্যাস লিকে অনেকের মৃত্যুর ঘটনায় মর্মাহত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। অসুস্থদের দ্রুত আরোগ্য কামনা করি।’’
Saddened by the news of gas leak in a plant near Visakhapatnam which has claimed several lives. My condolences to the families of the victims. I pray for the recovery of the injured and the safety of all: President Ram Nath Kovind. #VizagGasLeak pic.twitter.com/Q2JwKSF0HB
— ANI (@ANI) May 7, 2020
গ্যাস লিক হওয়া দক্ষিণ কোরিয়ার সংস্থা ‘এলজি পলিমার্স’-এর বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন অন্ধ্রপ্রদেশের শিল্পমন্ত্রী এম জি রেড্ডি। তিনি বলেন, ‘‘গ্যাস দুর্ঘটনার জন্য ওই সংস্থার পরিচালন বোর্ডই দায়ী। বোর্ডের সবাইকে এসে ব্যাখ্যা করতে হবে সব নিয়ম মানা হয়েছিল কি না, বা কী কী গাফিলতি ছিল। সেই অনুযায়ী ফৌজদারি কার্যবিধিতে সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’
Company managing this has to be responsible for #VizagGasLeak mishap. They'll have to come & explain us exactly what all protocols were followed, and what all were not followed. Accordingly, criminal action will be taken against them: Andhra Pradesh Industries Minister MG Reddy https://t.co/tQDKwckBEj
— ANI (@ANI) May 7, 2020
আরও পড়ুন: ৯৯ দিনে দেশে করোনা আক্রান্ত ছাড়াল ৫০ হাজারের গণ্ডি, মৃত ১৭৮৩
মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামনরাও। কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী টুইটারে লিখেছেন, ‘‘ভাইজাগের গ্যাস লিকের খবরে মর্মাহত। স্থানীয় কংগ্রেস নেতা-কর্মীদের কাছে আর্জি, মৃতদের পরিবার ও অসুস্থদের সব রকম সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়ুন। মৃতদের পরিবারকে সমবেদনা। অসুস্থরা দ্রুত সুস্থ হয়ে উঠুন।’’ সমবেদনা ও সুস্থতা কামনা করে টুইট করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব-সহ দেশের প্রায় সব রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা।
I’m shocked to hear about the
— Rahul Gandhi (@RahulGandhi) May 7, 2020
#VizagGasLeak . I urge our Congress workers & leaders in the area to provide all necessary support & assistance to those affected. My condolences to the families of those who have perished. I pray that those hospitalised make a speedy recovery.
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy