ভেঙে ফেলা হচ্ছে কোচির ২টি বিল্ডিং। ছবি: টুইটার থেকে নেওয়া।
নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে কেরলের কোচির দু’টি ১৮ তলা বিল্ডিং ভেঙে ফেলা হল। আরও দু’টি বিল্ডিং ভেঙে ফেলা হবে। চারটি বিল্ডিং অন্তত ৩৫০টি বিলাসবহুল ফ্ল্যাট ছিল। বসবাস করতেন প্রায় ২৪০টি পরিবার। বিল্ডিং ধ্বংস করার আগে তাদের সরিয়ে দেয় কেরল প্রশাসন।
সমুদ্র উপকূল এলাকায় নির্মাণের নিয়ম না মেনেই এই চারটি বিল্ডিং তৈরি হয়েছিল। এই অভিযোগে মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। চার মাস আগে সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় কোচির মারুদু এলাকার এই বিল্ডিংগুলি ভেঙে ফেলার।
বিল্ডিং ভাঙার আগে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। তারপর বিল্ডিং থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয় স্থানীয়দের। তারপর ‘আলফা সেরেনা’ ও ‘এইচ২ও হোলিফেথ’ নামের টুইন-টাওয়ার ভেঙে ফেলা হয়। গোটা প্রক্রিয়া কেরল প্রশাসনের তত্ত্বাবধানে হয়। বিল্ডিং ভেঙে ফেলার সেই ভিডিয়ো সংবাদ সংস্থা এএনআই সহ অনেক ব্যক্তিগত হ্যান্ডলে পোস্ট হয়েছে।
আরও পড়ুন: মুহূর্তে ১৬ হাজার টন ইস্পাত ধ্বংস হয়ে যাওয়ার ভাইরাল ভিডিয়ো
দেখুন সেই ভিডিয়ো:
Within seconds,19-storey building H20 Holy Faith apartment levelled in an explosion. A few minutes later 16-storey high twin towers of Alfa Serene also pulled down in Kochi. Clearly the Greed and Corruption by Builder Mafias, Local authorities and middle class pays price for it. pic.twitter.com/cGyo8AitxL
— Pinky Rajpurohit (ABP News) 🇮🇳 (@Madrassan_Pinky) January 11, 2020
#WATCH Kochi: Alfa Serene complex with twin apartment towers in Maradu also demolished.2 out of 4 illegal apartment towers have been demolished through controlled implosion,final round of demolition to take place tomorrow.Sec 144 of CrPC is enforced on land, air&water in the area pic.twitter.com/WsadhqPuDF
— ANI (@ANI) January 11, 2020
Dramatic visuals of H20 Holy Faith- an illegal 19 floor apartment being razed down in Kochi today. A lesson for builders buy construct near water bodies. And for buyers too. This one was near a lake and SC ordered demolition. pic.twitter.com/TYP7C2PYVy
— Dhanya Rajendran (@dhanyarajendran) January 11, 2020
Holy faith H2O apartment turned to dust. #Maradu #Kochi #Flat pic.twitter.com/5LpDAbvBcU
— Anilkumar T (@anilkumartcym) January 11, 2020
দু’টি বিল্ডিং ভাঙতে প্রায় ৮০০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। এমন ভাবে বিল্ডিং দু’টি নিয়ন্ত্রিত বিস্ফোরণের দ্বারা ভেঙে ফেলা হয়, যাতে সেগুলি কোনও দিকে হেলে না পড়ে।যেখানে বিল্ডিংগুলি দাঁড়িয়ে ছিল সেখানেই ভেঙে পড়ে।
এই এলাকায় অন্য যে সব বিল্ডিং রয়েছে, সেগুলির বাসিন্দাদের ঘরের সব বৈদ্যুতিক উপকরণ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সঙ্গে বলা হয়, ধুলো-ধোঁয়া থেকে বাঁচতে ঘরের দরজা জানালা যাতে বন্ধ রাখেন তাঁরা।
রবিবার ১৭ তলার আরও দু’টি বিল্ডিং ‘জৈন কোরাল কোভ’ ও ‘গোল্ডেন কায়ালোরাম’ ভেঙে ফেলা হবে বলে জানিয়েছে কেরল প্রশাসন। সুপ্রিম কোর্ট চারটি বিল্ডিংয়ের বাসিন্দাদের পরিবার পিছু ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতেও নির্দেশ দিয়েছিল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy