সামনেই দিল্লির বিধানসভা নির্বাচন। নির্বাচনী প্রচার ঘিরে রাজনৈতিক দলগুলির ব্যস্ততা তুঙ্গে। পোস্টার হোক বা জনসভা—প্রচারের সমস্ত আঙ্গিকেই একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলি। কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের একটি নির্বাচনী পদযাত্রায় হাঁটতে দেখা গেল ‘মোদী’কে। আর তা নিয়েই উৎসাহিত নেটিজেনরা আলোচনা শুরু করেছে নেটদুনিয়ায়।
প্রজাতন্ত্র দিবসে একটি টিকটক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। সেখানে দেখা যাচ্ছে, কর্মী ও অনুরাগীদের সঙ্গে দিল্লির রাস্তায় হাঁটছেন কেজরীবাল। তাঁর পাশেই হাঁটছেন এক যুবক। হাঁটতে হাঁটতে যুবক মোদীর একটি মুখোশ পরে নেন। তার পরে জিন্দাবাদের স্টাইলে হাত উচিয়ে যেতে থাকেন। তা দেখে মুচকি হেসে ফেলেন দিল্লির মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে, ওই যুবকের নাম আকাশ সাগর। টিকটকে তিনি বেশ নিয়মিত। মোদীর প্রতি ব্যঙ্গ করতেই এই ভিডিয়ো বানিয়েছেন তিনি। এর আগেও সংশোধিত নাগরিকত্ব বিলের প্রতিবাদে ব্যঙ্গাত্মক ভিডিয়ো বানিয়েছিলেন তিনি। দেখুন সেই ভিডিয়ো—
Tiktok has so much undiscovered talent🤣🤣😂😂😹😹 pic.twitter.com/R5Qq1xwNSN
— Amit Kumar Sindhi 🇮🇳 (@AMIT_GUJJU) January 26, 2020
আরও পড়ুন: আগুন দিয়ে চুল কাটার ভিডিয়ো দেখা হল ৪৩ লক্ষ বার!
আরও পড়ুন: হাত নেই, পা দিয়েই ক্যারম খেলেন এই যুবক! দেখুন ভিডিয়ো—