গোবর ছোড়াছুড়ির উৎসব গোরাইহাব্বা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
‘লা টম্যাটিনা’। একে অন্যের দিকে টম্যাটো ছোড়ার উৎসব স্পেনে খুব জনপ্রিয়। সেই উৎসবেরই ভারতীয় সংস্করণ সম্প্রতি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। তবে ‘লা টম্যাটিনা’-র ভারতীয় সংস্করণে টম্যাটোর বদলে ছোড়া হয় গোবর!
তামিলনাড়ুর গুমাতাপুরমে প্রতি বছর দিওয়ালির পর অনুষ্ঠিত হয় গোবর ছোড়াছুড়ির এই উৎসব। এর নাম ‘গোরাইহাব্বা’। গুমাতাপুরমে রয়েছে বীরেশ্বরার মন্দির। ওই এলাকা ও আশপাশে থাকা প্রায় তিন হাজার খাটাল থেকে গোবর এনে জড়ো করা হয় সেই মন্দিরের কাছে। তার পর সেই গোবরের গাদায় দাঁড়িয়ে একে অন্যের দিকে ছুড়তে থাকে গোবর। এ ভাবেই গোরাইহাব্বা উৎসবে মেতে ওঠেন গুমাতাপুরম ও সংলগ্ন এলাকার বাসিন্দারা।
সেখানকার বাসিন্দাদের বিশ্বাস, গায়ে গোবর মাখলে ভাল স্বাস্থ্যের অধিকারী হওয়া যায়। ওই উৎসবে অংশ নেওয়া প্রভু নামের সেখানকার এক বাসিন্দার কথায়: ‘‘গোবরের প্রচুর ঔষধি গুণ রয়েছে। আমাদের গোবর ছোড়া দেখে অনেকে বলে সংক্রমণ ছড়াবে। কিন্তু ভগবান বীরেশ্বরার উপর বিশ্বাস রেখে আমরা গোবর নিয়ে খেলি। এতে আমাদের কোনও অসুবিধা হয় না।’’
দেখুন গোরাইহাব্বা উৎসবের ভিডিয়ো-
Let them Festive Faeces Fly! Cow dung fight in India brings ‘good health’https://t.co/X7hPHucK6n pic.twitter.com/ImWQy4IlVy
— RT (@RT_com) November 5, 2019
আরও পড়ুন: সুপ্রিম কোর্টের রায়: অযোধ্যার বিতর্কিত জমিতে রামমন্দির হবে, মসজিদ বিকল্প জায়গায়
আরও পড়ুন: অযোধ্যা রায়ে খুশি নয়, তবে পাল্টা আবেদন করবে না সুন্নি ওয়াকফ বোর্ড
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy