ফুটবল নাচাচ্ছেন বীরেন সিংহ। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
রাজনীতিতে আসার আগে তিনি ছিলেন ফুটবলার। সীমান্তরক্ষী বাহিনীর ফুটবল দলের হয়ে খেলে ডুরান্ড কাপ জিতেছিলেন ১৯৮১ সালে। বর্তমানে তিনি উত্তর-পূর্বের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী। সম্প্রতি সেই রাজ্যে মুখ্যমন্ত্রী একাদশ বনাম মুখ্যসচিব একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল প্রদর্শনী ম্যাচ। সেই ম্যাচে গোল করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর করা সেই গোল নিয়ে মজেছেন নেটাগরিকরা। তিনি হলেন এন বীরেন সিংহ। মণিপুরের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি।
মুখ্যমন্ত্রী একাদশ বনাম মুখ্যসচিব একাদশের এই ম্যাচ হয়েছিল ইম্ফলের খুমান লম্পক মেন স্টেডিয়ামে। সেই ম্যাচে পেনাল্টি বক্সের বাইরে থেকে বীরেন সিংহের নেওয়া জোরালো শট বিপক্ষ গোলকিপারের হাত ফস্কে ঢুকে গিয়েছে গোলে।
গোল করার সেই ভিডিয়ো নিজের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী। যা ইতিমধ্যেই দেখে ফেলেছেন লক্ষাধিক ইউজার। সেই ভিডিয়ো শেয়ার করা হয়েছে ভারতের জাতীয় ফুটবল দলের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকেও। ওই গোল দেখে ফুটবলার মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া। দেখুন সেই ভিডিয়ো—
I did it ! Scored the 1st goal of the 1st match under floodlight between the Chief Minister's 11 and the Chief Secretary's 11 at the Khuman Lampak Main Stadium. @PMOIndia @KirenRijiju pic.twitter.com/bCuiG90VyL
— N.Biren Singh (@NBirenSingh) February 6, 2020
ওই গোলের ভিডিয়ো ছাড়াও ম্যাচ শুরুর আগে ফুটবল নিয়ে জাগলিং করারও ভিডিয়ো আপলোড করেছিলেন তিনি। দেখুন সেই ভিডিয়ো—
Old habits die hard ! Had a feel of the football just before the the match between the CM's 11 and CS's 11 at the floodlighted Khuman Lampak stadium today. @PMOIndia @KirenRijiju pic.twitter.com/TLfG7ZgZPI
— N.Biren Singh (@NBirenSingh) February 6, 2020
আরও পড়ুন: মায়ের প্রেমিক মাসের পর মাস ধর্ষণ করল ১৪ বছরের মেয়েকে
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy