মহিলাকে উদ্ধার করছেন সিআরপিএফ জওয়ান। ছবি: টুইটার থেকে নেওয়া।
অন্য দিনের মতোই এটা রুটিন একটা টহল ছিল। কিন্তু সেই টহলে বেরিয়ে খবরের শিরোনামে উঠে এলেন একদল সিআরপিএফ জওয়ান। জম্মু কাশ্মীরের বারামুল্লায় খরস্রোতা নদীতে ঝাঁপিয়ে উদ্ধার করলেন এক মহিলাকে। সেই ভিডিয়োই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
পাহাড়ের নদী সমতলের তুলনায় অনেক বেশি খরস্রোতা হয়। সেখানে হাঁটু জলেই মানুষকে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। বারামুল্লার এমনই এক নদীতে পড়ে যান এক মহিলা। তাঁকে উদ্ধারের সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, নদীর দিকে হঠাত্ ছুটে যাচ্ছেন সেন্ট্রাল রিজার্ভ পুলিস ফোর্স (সিআরপিএফ)-এর ৫ জওয়ান। দূরে দেখা যাচ্ছে নদীতে কেউ ভেসে যাচ্ছেন। তাঁকে উদ্ধার করতেই ছুটছেন তাঁরা। দ্রুত জলে নেমে পড়েন এক জওয়ান। মহিলাকে ধরে ফেলেন। কিন্তু স্রোতের তোড়ে তিনি দাঁড়িয়ে থাকতে পারেন না। ওই জওয়ানকে সাহায্য করতে এগিয়ে যান আরও দুই জওয়ান। তিনজনে মিলে মহিলাকে উদ্ধার করেন।
আরও পড়ুন : আল্লা সঙ্গে ছিলেন, বিশ্বকাপ জিতে বললেন অইন মর্গ্যান
আরও পড়ুন : গরু মৃত্যুর কারণে উত্তরপ্রদেশে সাসপেন্ড ৮ সরকারি আধিকারিক
#WATCH CRPF personnel saved a girl from drowning in Baramulla, Jammu and Kashmir, earlier today. pic.twitter.com/bORwRla6vV
— ANI (@ANI) July 15, 2019
জম্মু কাশ্মীরের বারামুল্লার টঙ্গমার্গ শহরের কাছে এই ঘটনা ক্যামেরাবন্দি হয়। সিআরপিএফের ১৭৬তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন ওই জওয়ানরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy