লাঠি জীবাণুমুক্ত করছে পুলিশ। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সারা দেশ জুড়ে শুরু হয়েছে লকডাউন। দেশবাসী সেই লকডাউন যাতে যথাযথ ভাবে পালন করেন সে জন্য রাস্তায় নেমেছে পুলিশ। অযথা ভিড় দেখলেই লাঠি উঁচিয়ে এলাকা ফাঁকা করছেন তাঁরা। কিন্তু এ সব কাজ করতে গেলে নিজেদের তো আগে সুস্থ রাখতে হবে। সেই জন্য নিজেদের ব্যবহৃত লাঠিও জীবাণুমুক্ত করছেন পুলিশকর্মীরা।
আইপিএস পঙ্কজ নইন নিজের টুইটার হ্যান্ডল থেকে মঙ্গলবার শেয়ার করেছেন একটি ভিডিয়ো। সেই টুইটে তিনি লিখেছেন, ‘‘পুরোদমে চলছে প্রস্তুতি।’’ সেখানে দেখা যাচ্ছে, পুলিশের ব্যবহৃত বেশ কয়েকটি লাঠি। এক পুলিশকর্মী স্যানিটাইজার স্প্রে করে জীবাণুমুক্ত করছেন সেই লাঠিগুলিকে।
মঙ্গলবার আপলোড করলেও বুধবার দুপুরে হঠাৎই ওই ভিডিয়ো সরিয়ে নেওয়া হয় টুইটার থেকে। এর কারণ অবশ্য জানা সম্ভব হয়নি।
করোনা মোকাবিলায় পঞ্জাব পুলিশ কী কী ব্যবস্থা নিচ্ছে সেই ঘটনার বিভিন্ন মুহূর্তের ছবি-ভিডিয়ো নিজের টুইটার হ্যান্ডল থেকে নিয়মিত পোস্ট করেছেন ওই আইপিএস অফিসার। দেখুন সেই ভিডিয়ো—
While #lockdownindia have created problems for some homeless ppl , here are some Police officials taking care of them in these testing times
— Pankaj Nain IPS (@ipspankajnain) March 25, 2020
Doing over and above their duty , for humanity .#Salute #Coronafighters #ChandigarhPolice pic.twitter.com/8mfAlF3GQ6
आशा करते है कि आप समाज के दुश्मन नहीं बनेंगे।
— Pankaj Nain IPS (@ipspankajnain) March 23, 2020
This #lockdown is for protection of you, your family and society , pls co-operate 🙏#Coronafighters pic.twitter.com/xc8gqJQQxH
আরও পড়ুন: দেশে আক্রান্ত বেড়ে ৫৬২, বিশ্বে মৃত্যু ছাড়াল ১৮ হাজার: করোনা আপডেট
আরও পড়ুন: করোনা প্রতিরোধী হাইড্রক্সি ক্লোরোকুইনের রফতানি নিষিদ্ধ করল কেন্দ্র
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy