দিল্লি মেট্রো স্টেশনে ঢোকার মুখে অসুস্থ হয়ে পড়েন এক মাঝবয়সী ব্যক্তি। তা দেখে এক সিআইএসএফ জওয়ান সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা শুরু করে দেন। যার জেরে প্রাণে বাঁচেন ওই ব্যক্তি। সোমবার এই ঘটনার ভিডিয়ো-সহ বর্ণনা নিজেদের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছে সিআইএসএফ। যা ইতিমধ্যে দেখা হয়েছে আড়াই লক্ষ বারেরও বেশি। ভিডিয়ো দেখে ওই সিআইএসএফ জওয়ানের প্রশংসায় পঞ্চমুখ নেটাগরিকরা।
ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, মেট্রোয় ঢোকার মুখে চেকিং গেটের পাশেই অসুস্থ হয়ে পড়েন এক ব্যক্তি। তা দেখেই নিজের চেয়ার চেড়ে উঠে আসেন ওই জওয়ান। ওই ব্যক্তি কষ্ট পাচ্ছেন দেখে কার্ডিওপালমোনারি রিসাকসিনেশন (সিপিআর) করেছিলেন এই জওয়ান। যার জেরে প্রাণে বেঁচে যান অসুস্থ হওয়া ওই ব্যক্তি।
ঘটনাটি ঘটেছিল দাবড়ি মোড় মেট্রোতে। অসুস্থ হয়ে পড়া ওই ব্যক্তির নাম সত্যনারায়ণ। তাঁর বাড়ি জনকপুরী এলাকায়। ওই ব্যক্তিকে বাঁচিয়ে তোলায় জওয়ানের প্রশংসার পাশাপাশি তাঁকে পুরস্কৃত করার জন্যও প্রস্তাব রেখেছেন নেটাগরিকরা। দেখুন সেই ভিডিয়ো—
#CISF personnel saved a precious life by giving CPR to a passenger namely Mr Satyanaran, R/O Janakpuri @ Dabri More Metro Station, DMRC, Delhi. Mr Satyanaran thanked CISF profusely for saving his life. pic.twitter.com/iqlMyeSIhd
— CISF (@CISFHQrs) January 18, 2021