মহারাষ্ট্রের পালঘর জেলার বিরার শহরের কাছে রয়েছে সমুদ্র সৈকত। সেই সমুদ্র সৈকতের কাছে গাড়ি নিয়ে গিয়েছিলেন এক দল লোক। গাড়ি নিয়ে তাঁরা পৌঁছে গিয়েছিলেন সমুদ্রের একেবারে কাছে। কিন্তু সেখানে গিয়ে বালিতে আটকে যায় গাড়ির চাকা। আর সেই সময়ই জোয়ারে উত্তাল হয়ে ওঠে সমুদ্র।
জোয়ারের জেরে সমুদ্রের উত্তাল ঢেউ আছড়ে এসে পড়তে থাকে গাড়িটির উপর। সেই ঢেউয়ের তোড়ে গাড়িটির তো পুরো টলমল অবস্থা। এই ভিডিয়োই সম্প্রতি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, সমুদ্রের ঢেউয়ে বেসামাল গাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন একজন। পাশে দাঁড়িয়ে থাকা অপর এক ব্যক্তি এগিয়ে গিয়ে গাড়ি থেকে নেমে আসতে সাহায্য করলেন ওই ব্যক্তিকে।
তবে ওই গাড়ির মধ্যে মোট কত জন ছিলেন তা জানা যায়নি। তবে এই ঘটনার জেরে কেউ আহত হননি। জোয়ার নেমে যাওয়ার পর সমুদ্র কিছুটা শান্ত হয়। তখন পাশ্ববর্তী গ্রামে থেকে ট্রাকটর এনে গাড়িটিকে উদ্ধার করা হয়।
দেখুন বালিতে আটকে গিয়ে কী অবস্থা হয়েছিল গাড়িটির-
#WATCH A car gets stuck in sand and is lashed by waves, at a beach in Palgarh (10 June). #Maharashtra pic.twitter.com/x0KuZ8ibQE
— ANI (@ANI) June 10, 2019
আরও পড়ুন: পণের জন্য মা-মেয়েকে খুন করে দেহ ফেলে দেওয়া হল ট্যাঙ্কে!
আরও পড়ুন: মহিলাকে চলন্ত গাড়ি থেকে ফেলে দিয়ে মেরে ফেলার চেষ্টা শ্বশুরবাড়ির লোকেদের!