ডাস্টবিনে ধোয়া হচ্ছে চায়ের গ্লাস। ছবি: টুইটার থেকে নেওয়া।
রেল স্টেশনের খাবার নিয়ে মাঝে মধ্যেই নানা চমকে দেওয়ার মতো ছবি, ভিডিয়ো সামনে আসে। কয়েক মাস আগে, মুম্বইয়ের কুর্লা স্টেশনে অস্বাস্থ্যকর পরিবেশে লেবু জল তৈরির ভিডিয়ো সামনে আসে। তারপর ফের একবার তেমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়।
টুইটারে মান্দার ডি অভয়ঙ্কর নামে এক ইউজার শুক্রবার একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, মুম্বইয়ের ঠানে স্টেশনে এক ব্যক্তি প্ল্যাটফর্মে একটি ডাস্টবিনে চায়ের গ্লাস ধুচ্ছেন। ডাস্টবিনটির গায়ে লেখা ‘সুখা কাচরা’ (শুকনো আবর্জনা)। অর্থাত্ শুকনো আবর্জানা ফেলার জন্য এই ডাস্টবিনটি রাখা রয়েছে রেল স্টেশনে। তাতেই ধুয়ে নেওয়া হচ্ছে চায়ের গ্লাস।
তবে এই ডাস্টবিনটি আবর্জনা ফেলার কাজেও ব্যবহার হয়, না নতুন অবস্থা থেকেই রেলের এই সম্পত্তি চায়ের গ্লাস ধোয়ার কাজে ব্যবহার হচ্ছে তা জানা যায়নি। তবে রেল স্টেশনে যদি কোনও ডাস্টবিন রাখা থাকে, যাত্রীরা তাতে আবর্জনা ফেলবেনই। ফলে আবর্জনা ফেলার কাজ ও চায়ের গ্লাস ধোয়া, একই সঙ্গে ওই ডাস্টবিনে দু’টি কাজই হচ্ছে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নেটিজেনরা।
ভিডিয়োর পোস্টে উল্লেখ করা হয়েছে, এটি ঠাণে স্টেশনের ছয় নম্বর প্লাটফর্ম। টুইটে ট্যাগ করা হয়েছে, সেন্ট্রাল রেলওয়ে, রেলমন্ত্রক,পীযূষ গোয়েলকেও।
দেখুন সেই ভিডিয়ো:
@Central_Railway @drmmumbaicr @RailMinIndia @PiyushGoyalOffc @PiyushGoyal @ShivajiIRTS ठाणे प्लॅटफॉर्म नंबर 6 वर सूखा कचराच्या बादलीतल्या पाण्याने चहाचे ग्लास, गंजी.. धुताना एक व्यक्ति दिसते आहे.
— Mandar D. Abhyankar™⚡ (@mandar2005) December 20, 2019
(वीडियो चा आवाज ऐकून बघा).https://t.co/hy6c2lHHaw@AmhiDombivlikar @kiran_mestry pic.twitter.com/2OnXhbfbI4
এর আগে মুম্বইয়ের কুর্লার ওই লেবু জলের দোকানের ভিডিয়ো প্রকাশ্যে আসার পর পদক্ষেপ করে রেলমন্ত্রক। বন্ধ করে দেওয়া হয় দোকানটি।
দেখুন সেই ভিডিয়ো:
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy