জল বাঁচাচ্ছে বানর। ছবি: টুইটার থেকে নেওয়া।
বিশ্বজুড়ে জল বাঁচাতে সচেতনতা তৈরির চেষ্টা চলছে। তাতে কাজ কিছুটা হলেও এখন বহু জায়গায় জল অপচয়ের ছবি রোজই দেখা যায়। সেই সব প্রচার,আবেদন মানুষের মধ্যে কতটা সচেতনতা তৈরি করছে তা বলা কঠিন। তবে এক বানর যা যা করল তা দেখলে যে কোনও মানুষের চোখ খুলে যাবে।
নীহারিকা সিংহ পাঞ্জেতা নামে একটি টুইটার হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, পাইপ লাইনের একটিঅংশ থেকে অবিরত জল পড়ে চলেছে। আর একটি বানর সেটিকে বন্ধ করার চেষ্টা করছে। একটি পাতা পাইপের লিক হয়ে যাওয়া অংশে দু’হাতদিয়ে চেপে ধরছে। তাতে লিক দিয়ে বেরিয়ে আসা জলের পরিমাণ একটু কমলেও চাপ সরতেই ফের যেই কে সেই। আসলে পাইপের লিক স্থায়ী ভাবে না সারালে যে এই জল বেরনো বন্ধ হবে না, তা ঠিক বুঝতে পারছিল না বানরটি।
ভিডিয়োটি ১০ অক্টোবর পোস্ট হয়েছে। ১৪ সেকেন্ডের ভিডিয়োটি ইতিমধ্যেই প্রায় ১০ হাজারের বেশিবার দেখা হয়েছে। অনেকেই রিটুইট করেছে।লিখেছেন, মানুষের এর থেকে শিক্ষা নেওয়া উচিত।
জল অপচয় আটকাচ্ছে বানর, দেখুন সেই ভিডিয়ো:
If other beings of the #wild can have such #grace, #intelligence and #sensitivity ...then I really don't know what went wrong with us #humans ..#whoaretherealanimals ?@AdityaPanda @ParveenKaswan pic.twitter.com/cSzFtZm4FY
— Niharika Sidheshwari Singh (@Niharika_nsp) October 10, 2019
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy