টুইটার থেকে নেওয়া ছবি।
হায়দরাবাদের এক ট্রাফিক কনস্টেবল এখন নেটাগরিকদের কাছে হিরো। দৈনন্দিন দায়িত্বের থেকে উপরে উঠে তিনি এক সঙ্কটাপন্ন রোগীকে হাসপাতালে পৌঁছতে সাহায্য করলেন। ভিড় রাস্তায় ২ কিলোমিটার রাস্তা দৌড়ে অ্যাম্বুলেন্সকে এগিয়ে যেতে সাহায্য করেন।
ওই ট্রাফিক কনস্টেবলের নাম জি বাবজি বলে জানা গিয়েছে। ঘটনাটি সোমবারের হলেও বুধবার ভিডিয়োটি সামনে আসার পর সবাই জানতে পারে। হায়দরাবাদের অ্যাডিসনাল পুলিশ কমিশনার (ট্রাফিক) অনিল কুমার ভিডিয়োটি টুইট করেন। আর স্বাভাবিক ভাবেই এমন একটি ভিডিয়ো ভাইরাল হতেও সময় নেয়নি। নেটাগরিকরা বাবজির প্রশংসায় পঞ্চমুখ হন।
সোমবার হায়দরাবাদের অ্যাবিডস থেকে কোটি যাচ্ছিল একটি অ্যাম্বুলেন্স। কিন্তু যানজটের কারণে সেটি আটকে যায়। বিষয়টি নজরে আসে সেখানে দায়িত্বে থাকা বাবজির। তিনি এক জায়গায় দাঁড়িয়ে থেকে নিজের দায়িত্ব সারেননি। বুঝতে পারেন, এই অ্যাম্বুলেন্সকে এগিয়ে নিয়ে যেতে হলে তাঁকেই পথে নামতে হবে। সেই মতো নেমে পড়েন রাস্তায়। তিনি অ্যাম্বুলেন্সের সামনে সামনে দৌড়তে শুরু করেন। প্রায় ২ কিলোমিটার পথ অতিক্রম করে অ্যাম্বুলেন্সকে হাসপাতালে পৌঁছেতে সাহায্য করেন।
আরও পড়ুন: ১ ঘরে ১৬৪টি কুকুর, কষ্ট দেখে শিউরে উঠতে হয়
আরও পড়ুন: মাস্ক পরলে ১ কেজি পেঁয়াজ ফ্রি, বর্ধমানে ক্লাবের উদ্যোগ নিয়ে হইচই
দেখুন সেই ভিডিয়ো:
HTP officer Babji of Abids Traffic PS clearing the way for ambulance..Well done..HTP in the service of citizens..👍👍@HYDTP pic.twitter.com/vFynLl7VVK
— Anil Kumar IPS (@AddlCPTrHyd) November 4, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy