রাস্তা পারাপার করছে হরিণের দল। ছবি: টুইটার থেকে নেওয়া।
সড়ক পথে যাঁরা নিয়মিত অফিস যান তাঁদের বেশির ভাগেরই অনেকটা সময় সিগন্যালে আটকে অতিবাহিত হয়। যেখানে মানুষ বা যানবাহনের যাতায়াতের জন্য দাঁড়িয়ে থাকতে হয়। কিন্তু এমনও কিছু রাস্তা আছে, যেখানে ট্রাফিক সিগন্যাল না থাকলেও দাঁড়িয়ে যেতে হয় অন্যদের নিরাপদে রাস্তা পারাপার হওয়ার জন্য। তবে এরা বণ্যপ্রাণীও হতে পারে। এমনই একটি ভিডিয়ো পোস্ট করলেন এক আইএএস অফিসার।
আইএএস অফিসার সুপ্রিয়া সাহু তামিলনাড়ুতে প্রিন্সিপাল সেক্রেটরি এবং সে রাজ্যের টি ফেডারেশনের সিইও। তিনি টুইটারে বেশ সক্রিয়। প্রায়ই ছবি, ভিডিয়ো শেয়ার করেন। আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টা নাগাদ একটি ভিডিয়ো শেয়ার করেছেন। ভিডিয়োটি একটি গাড়ির ভিতর থেকে রেকর্ড করা হয়েছে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, গাড়িটি দাড়িয়ে রয়েছে আর দূরে এক দল হরিণ রাস্তা পেরিয়ে যাচ্ছে। সম্ভবত হরিণগুলিকে রাস্তা পারাপার করতে দেখেই গাড়িটি দাঁড়িয়ে গিয়েছিল। রাস্তার দু’ ধারে ঘন জঙ্গল আর দূরে দেখা যাচ্ছে সবুজে ঢাকা উঁচু পাহাড়। ভিডিয়োর সঙ্গে পোস্টে সুপ্রিয়া লিখেছেন, ‘কাজের পথে’।
আরও পড়ুন: করোনা থেকে বাঁচতে মহাকাশচারীর পোশাকে দম্পতি, আপনিও চাইলে বানিয়ে নিতে পারেন
আরও পড়ুন: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় কনটেনমেন্ট জোনগুলি দেখে নিন
ভিডিয়োটি হতে পারে সুপ্রিয়ার অফিস বা কাজে বেরিয়ে নিজেরই রেকর্ড করা। তবে সে সম্পর্কে বিস্তারিত উল্লেখ করেননি তিনি। আর জায়গাটি ঠিক কোথায় তাও জানাননি তিনি। তবে এমন সবুজের মাঝে পিচ রাস্তার উপর দিয়ে হরিণের দল পেরিয়ে যাওয়ার দৃশ্য নেটাগরিকরা বেশ উপভোগ করেছেন। ২৩ সেকেন্ডের ভিডিয়োটি ঘণ্টা পাঁচেকের মধ্যেই প্রায় ১৩ হাজার ভিউ পেয়েছে।
দেখুন সেই ভিডিয়ো:
On way to work 🦌 🦌 🦌 🦌 🦌 #spotteddear #nilgiris #Nilgirisbiosphere #earth #wildlife #deer pic.twitter.com/2jR292FdVC
— Supriya Sahu IAS (@supriyasahuias) July 14, 2020
সুপ্রিয়ার অন্যান্য পোস্ট:
Proudly wearing a hand embroidered shawl & mask with the traditional Toda Tribal embroidery which is now patented with a unique Geographical Indication (GI). These exquisite shawls are made of cotton & embroidered by toda women with black & white threads. #VocalForLocal #Todas pic.twitter.com/BPE86fuRYE
— Supriya Sahu IAS (@supriyasahuias) July 11, 2020
Every family has that one special kid who will have his/her own way 😊♥️ vc- SM pic.twitter.com/fvknjCQaZw
— Supriya Sahu IAS (@supriyasahuias) July 11, 2020
The Big Boy .. huge but humble till you disturb #Indianbison #gaur #nilgiris #wildlife pic.twitter.com/SWK31mIiNt
— Supriya Sahu IAS (@supriyasahuias) July 7, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy