Advertisement
১০ জানুয়ারি ২০২৫
Viral Ratan Tata

এই যুবক এখন প্রবীণ ভারতীয় শিল্পপতি, চিনতে পারছেন এঁকে?

বৃহস্পতিবার সকালে তিনি একটি ছবি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ছবিটি ১৯৬২-র। সেটি তোলা হয়েছিল আমেরিকার লস অ্যাঞ্জেলসে।

বলুন তো এটা কার ছবি? ছবি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

বলুন তো এটা কার ছবি? ছবি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২০ ১৬:৩৫
Share: Save:

তিনি ভারতের অন্যতম বিখ্যাত শিল্পপতি। ভারতের বৃহৎ শিল্পগোষ্ঠীর এমেরিটাস চেয়ারম্যান। বর্তমানে তাঁর বয়স ৮২ বছর। ‌বৃহস্পতিবার সকালে তিনি একটি ছবি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ছবিটি ১৯৬২-র। সেটি তোলা হয়েছিল আমেরিকার লস অ্যাঞ্জেলসে।

সেই ছবিতে তাঁকে দেখা যাচ্ছে, সাদা রঙের টি-শার্ট পরে ক্যামেরার সামনে হাসি মুখে বসে থাকতে। সে সময় লস অ্যাঞ্জেলসে তিনি কাজ করতেন জোনস অ্যান্ড এমনস নামে এক সংস্থায়। তার পর ভারতে ফিরে আসেন।

নিজের যৌবনের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘‘ আমি গতকালই ছবিটি পোস্ট করছিলাম। কিন্তু আমাকে বৃহস্পতিবারের থ্রোব্যাকের কথা জানানো হয়। লস অ্যাঞ্জেলসের স্মৃতি ফেরালাম।’’

I was going to post this yesterday, but I was then told about “throwbacks” and how they occur on Thursdays. So here is a throwback from my days in LA, not long before I happily returned to India. #throwbackthursday

A post shared by Ratan Tata (@ratantata) on

আসলে ওই ভারতীয় শিল্পপতি সোশ্যাল মিডিয়ায় ততটা সড়গড় নন। মাসতিনেক আগে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছেন তিনি। পোস্ট করেছেন মাত্র ১৫টি। তিনি হলেন রতন টাটা। নিজের যৌবনের ছবি পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই তাতে লাইক করেছেন প্রায় আড়াই লক্ষ ইউজার।

আরও পড়ুন: হোমওয়ার্ক না করার ‘শাস্তি’! তৃতীয় শ্রেণির ছাত্রীকে ৪৫০ বার ওঠবস করালেন গৃহশিক্ষিকা

আরও পড়ুন: ভাল্লুকের তাড়ায় পালিয়ে গেল দু’টো বাঘ! অবাক করা ভিডিয়ো

অন্য বিষয়গুলি:

Viral Ratan Tata
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy