জেলে তৈরি হচ্ছে মুকোশ। ছবি: টুইটার থেকে নেওয়া।
দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যার দিক থেকে মহারাষ্ট্রের পরই দ্বিতীয় স্থানে কেরল, আক্রান্তের সংখ্যা ২২। সেই কেরলে করোনাভাইরাস মোকাবিলায় উল্লেখযোগ্য পদক্ষেপ করল রাজ্য সরকার। করোনা মোকাবিলায় মানুষের পাশে দাঁড়াতে কাজে লাগানো হচ্ছে জেলবন্দিদের।
কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সম্প্রতি একটি পোস্ট করেছেন টুইটারে। সেখানে লিখেছেন, করোনাভাইরাসের মোকাবিলায় জেলবন্দিদের দিয়ে মাস্ক তৈরি করতে বলা হয়েছিল। শনিবার তিরুঅনন্তপুরমের জেল থেকে সেই মুখোশের প্রথম ব্যাচ সরকারের হাতে তুলে দেওয়া হয়।
তিরুঅনন্তপুরম ছাড়াও কেরলের জান্নুর এবং ভাইয়ুর জেলকেও একই নির্দেশ দেওয়া হয়েছে। জেলগুলিতে সেলাই মেসিন বসানো হয়েছেমাস্ক তৈরির জন্য। তিরুঅনন্তপুরম থেকে প্রথম ব্যাচে এক হাজার মুখোশ দেওয়া হয়েছে। খুব শীঘ্রই সরকারের হাতে জেলগুলি থেকে আরও পাঁচ হাজার মুখোশ চলে আসবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: করোনার আক্রমণ থেকে রেহাই পেলেন না জেমস বন্ডের বান্ধবীও
হ্যান্ড স্যানিটাইজার তৈরির দিকেও জোর দিচ্ছে কেরল সরকার। কেরল স্টেট ড্রাগ অ্যান্ড ফার্মাসিউটিক্যালস ১০ দিনে প্রায় ১০ লাখ বোতল হ্যান্ড স্যানিটাইজার উত্পাদন করবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: 'বাদুড়-কুকুর-বিড়াল খেয়ে বিশ্বকে বিপদে ফেলল চিন', করোনা নিয়ে তীব্র সমালোচনায় শোয়েব
করোনাভাইরাস মোকাবিলায় কেরল সরকারের উদ্যোগের প্রশাংসা করেছেন নেটাগরিকরা। প্রশংসা পেয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও।
দেখুন সেই পোস্ট:
#COVID19 | Solving The Mask Problem 😷
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) March 14, 2020
In light of the shortage, directions were given to engage the prisons in the State in manufacturing masks. It has commenced on a war footing basis. Today, the Prison officials of Thiruvananthapuram Jail have handed over the first batch. pic.twitter.com/QKgHWqYNOg
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy