নারী দিবসের আগে রেল মন্ত্রকের টুইট।
সামনের রবিবারই আন্তর্জাতিক নারী দিবস। মহিলারা যে পুরুষদের থেকে কোনও ক্ষেত্রেই পিছিয়ে নেই মনে করিয়ে দিয়ে টুইট করল রেলমন্ত্রক। আর সেই পোস্টকে নিজের স্টাইলে কুর্নিশ করে রিটুইট করছেন অভিনেতা বরুণ ধওয়ন।
রেল মন্ত্রক বুধবার একটি টুইট করেছে। সেখানে তিন মহিলা মালবাহকের ছবি পোস্ট করা হয়েছে। সঙ্গে লেখা হয়েছে, ‘মহিলারা আজ আর কারও থেকেই পিছিয়ে নেই। এই মহিলাদের সেলাম’। রেল মন্ত্রকের এই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। লাইক পড়েছে প্রায় হাজার দুয়েক।
রেল মন্ত্রকের এই টুইট চোখে পড়ে অভিনেতা বরুণ ধওয়নেরও। পয়লা মে বরুণের নতুন সিনেমা কুলি নম্বর ১ মুক্তি পেতে চলেছে। এটি ১৯৯৫ সালে গোবিন্দা অভিনীত কুলি নম্বর ১-এর রিমেক। গোবিন্দা ও বরুণের, দু’টি সিনেমারই পরিচালক ডেভিড ধওয়ন। বরুণ রেল মন্ত্রকের টুইটটি তাঁর নতুন সেই সিনেমা ‘কুলি নম্বর ১’-এর হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করেন।
আরও পড়ুন: বাজেট অধিবেশন থেকে সাসপেন্ড ৭ কংগ্রেস সাংসদ, ক্ষোভ অধীরের
আরও পড়ুন: মোবাইল ফোনে চার দিন বেঁচে থাকতে পারে করোনা
দেখুন সেই দু’টি পোস্ট:
Working for Indian Railways, these lady coolies have proved that they are second to none !!
— Ministry of Railways (@RailMinIndia) March 4, 2020
We salute them !! pic.twitter.com/UDoGATVwUZ
Yeh hain #coolieno1 https://t.co/sZyr6WpdYf
— VarunDhawan (@Varun_dvn) March 4, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy