Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
stanford university

১৬০০ নম্বরের পরীক্ষায় ১৪৭০! দরিদ্র বাবার ছেলে চললেন স্ট্যানফোর্ডে পড়তে

গ্রামের এক সাধারণ বিমা বিক্রেতার ছেলে মনু। আর্থিক অনটনের মধ্যে দিয়ে বড় হয়েছেন। স্ট্যানফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়ে তাঁকে পড়ানোর ক্ষমতা কোনও দিনই ছিল না তাঁর পরিবারের।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৪ জুন ২০২১ ১৫:৩০
Share: Save:
০১ ১৮
স্বপ্নকে মুঠোয় ধরা যায়, যদি লক্ষ্য স্থির থাকে— উত্তরপ্রদেশের প্রত্যন্ত গ্রামের এক নিম্নবিত্ত পরিবারের ছাত্র তা ফের এক বার প্রমাণ করে দিলেন। আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে। পড়াশোনা করার সুযোগ পেয়েছেন তিনি। যা তাঁর সামনে অধরা স্বপ্ন সত্যি করার দরজা খুলে দিয়েছে।

স্বপ্নকে মুঠোয় ধরা যায়, যদি লক্ষ্য স্থির থাকে— উত্তরপ্রদেশের প্রত্যন্ত গ্রামের এক নিম্নবিত্ত পরিবারের ছাত্র তা ফের এক বার প্রমাণ করে দিলেন। আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে। পড়াশোনা করার সুযোগ পেয়েছেন তিনি। যা তাঁর সামনে অধরা স্বপ্ন সত্যি করার দরজা খুলে দিয়েছে।

০২ ১৮
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন সুন্দর পিচাই, মুকেশ অম্বানী, এলন মাস্ক, টাইগার উডস, মিট রমনির মতো ব্যক্তিত্বেরা।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন সুন্দর পিচাই, মুকেশ অম্বানী, এলন মাস্ক, টাইগার উডস, মিট রমনির মতো ব্যক্তিত্বেরা।

০৩ ১৮
উত্তরপ্রদেশের ওই ছাত্র সেই স্ট্যানফোর্ডে বিনা খরচে পড়াশোনা করার সুযোগ অর্জন করেছেন পরীক্ষা দিয়ে।

উত্তরপ্রদেশের ওই ছাত্র সেই স্ট্যানফোর্ডে বিনা খরচে পড়াশোনা করার সুযোগ অর্জন করেছেন পরীক্ষা দিয়ে।

০৪ ১৮
১৬০০ নম্বরের পরীক্ষায় মোট ১৪৭০ পেয়েছিলেন তিনি।

১৬০০ নম্বরের পরীক্ষায় মোট ১৪৭০ পেয়েছিলেন তিনি।

০৫ ১৮
মেধা দেখে তাঁর পড়াশোনার ১০০ শতাংশ খরচ বহন করতে রাজি হয়েছে স্ট্যানফোর্ড।

মেধা দেখে তাঁর পড়াশোনার ১০০ শতাংশ খরচ বহন করতে রাজি হয়েছে স্ট্যানফোর্ড।

০৬ ১৮
উত্তরপ্রদেশের আলিগড় জেলার আক্রাবাদ গ্রামে বাড়ি ওই ছাত্রের। নাম মনু চৌহান। বয়স ১৮। এ বছরই দ্বাদশের পরীক্ষায় বসার কথা ছিল তাঁর।

উত্তরপ্রদেশের আলিগড় জেলার আক্রাবাদ গ্রামে বাড়ি ওই ছাত্রের। নাম মনু চৌহান। বয়স ১৮। এ বছরই দ্বাদশের পরীক্ষায় বসার কথা ছিল তাঁর।

০৭ ১৮
করোনা পরিস্থিতিতে পরীক্ষা বাতিল হওয়ায় দেশের বহু ছাত্র ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন। মনুও এ নিয়ে হতাশ ছিলেন। তবে এর মধ্যেই এল সুখবর। আগামী সেপ্টেম্বরেই তাঁকে ডেকে পাঠিয়েছে স্ট্যানফোর্ড।

করোনা পরিস্থিতিতে পরীক্ষা বাতিল হওয়ায় দেশের বহু ছাত্র ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন। মনুও এ নিয়ে হতাশ ছিলেন। তবে এর মধ্যেই এল সুখবর। আগামী সেপ্টেম্বরেই তাঁকে ডেকে পাঠিয়েছে স্ট্যানফোর্ড।

০৮ ১৮
গ্রামের এক সাধারণ বিমা বিক্রেতার ছেলে মনু। আর্থিক অনটনের মধ্যে দিয়ে বড় হয়েছেন। স্ট্যানফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়ে তাঁকে পড়ানোর ক্ষমতা কোনও দিনই ছিল না তাঁর পরিবারের।

গ্রামের এক সাধারণ বিমা বিক্রেতার ছেলে মনু। আর্থিক অনটনের মধ্যে দিয়ে বড় হয়েছেন। স্ট্যানফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়ে তাঁকে পড়ানোর ক্ষমতা কোনও দিনই ছিল না তাঁর পরিবারের।

০৯ ১৮
তবে অভাব থাকলেও পড়াশোনায় আর পরিশ্রমে পিছিয়ে থাকেননি মনু। বন্ধ করেননি স্বপ্ন দেখাও।

তবে অভাব থাকলেও পড়াশোনায় আর পরিশ্রমে পিছিয়ে থাকেননি মনু। বন্ধ করেননি স্বপ্ন দেখাও।

১০ ১৮
মনু জানিয়েছেন, আমেরিকায় যাওয়ার খরচ থেকে শুরু করে তাঁর আবেদন পত্র, পরীক্ষার খরচ সবই নিজের স্কলারশিপের টাকায় বহন করেছেন তিনি। এ ব্যাপারে তাঁকে সাহায্য করেছিলেন স্কুল কর্তৃপক্ষ।

মনু জানিয়েছেন, আমেরিকায় যাওয়ার খরচ থেকে শুরু করে তাঁর আবেদন পত্র, পরীক্ষার খরচ সবই নিজের স্কলারশিপের টাকায় বহন করেছেন তিনি। এ ব্যাপারে তাঁকে সাহায্য করেছিলেন স্কুল কর্তৃপক্ষ।

১১ ১৮
রাষ্ট্রপুঞ্জের কর্মী হিসেবে কাজ করার ইচ্ছে বহু দিনের। ভারতীয় শিশুদের শিক্ষা সংক্রান্ত নীতি নিয়েও কাজ করতে চান মনু। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে সেই সব লক্ষ্যকে মাথায় রেখেই তিনি পড়াশোনা করবেন বলে জানিয়েছেন তিনি।

রাষ্ট্রপুঞ্জের কর্মী হিসেবে কাজ করার ইচ্ছে বহু দিনের। ভারতীয় শিশুদের শিক্ষা সংক্রান্ত নীতি নিয়েও কাজ করতে চান মনু। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে সেই সব লক্ষ্যকে মাথায় রেখেই তিনি পড়াশোনা করবেন বলে জানিয়েছেন তিনি।

১২ ১৮
ছোট থেকেই প্রশাসনিক বিভিন্ন নীতি নিয়ে নিজস্ব মতামত ছিল তাঁর। সেই মতামত বা ভাবনা প্রশংসা পেয়েছে শিক্ষকদের কাছেও। তার পর থেকে রাষ্ট্রবিজ্ঞান ও সরকারি নীতি নিয়ে আগ্রহ ক্রমশই বেড়েছে মনুর।

ছোট থেকেই প্রশাসনিক বিভিন্ন নীতি নিয়ে নিজস্ব মতামত ছিল তাঁর। সেই মতামত বা ভাবনা প্রশংসা পেয়েছে শিক্ষকদের কাছেও। তার পর থেকে রাষ্ট্রবিজ্ঞান ও সরকারি নীতি নিয়ে আগ্রহ ক্রমশই বেড়েছে মনুর।

১৩ ১৮
স্ট্যানফোর্ডে তাঁর পড়াশোনার বিষয় আন্তর্জাতিক সম্পর্ক এবং অর্থনীতি।

স্ট্যানফোর্ডে তাঁর পড়াশোনার বিষয় আন্তর্জাতিক সম্পর্ক এবং অর্থনীতি।

১৪ ১৮
গ্রামের প্রাথমিক স্কুলেই পড়াশোনার প্রথম পাঠ। তবে মনু মনে করেন, তাঁর পড়াশোনা এবং মানসিক গঠণের অনেকটাই তৈরি হয়েছে উত্তরপ্রদেশের বিদ্যাজ্ঞান স্কুলে।

গ্রামের প্রাথমিক স্কুলেই পড়াশোনার প্রথম পাঠ। তবে মনু মনে করেন, তাঁর পড়াশোনা এবং মানসিক গঠণের অনেকটাই তৈরি হয়েছে উত্তরপ্রদেশের বিদ্যাজ্ঞান স্কুলে।

১৫ ১৮
আড়াই লক্ষ ছাত্রের মধ্যে থেকে প্রতি বছর ২৫০ ছাত্রকে বেছে নেয় বিদ্যাজ্ঞান স্কুল। যে সমস্ত পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ টাকার নীচে সেই সব পরিবারের মেধাবী ছাত্ররাই সুযোগ পান এই স্কুলে। মনু সেই ২৫০-র এক জন হয়েছিলেন।

আড়াই লক্ষ ছাত্রের মধ্যে থেকে প্রতি বছর ২৫০ ছাত্রকে বেছে নেয় বিদ্যাজ্ঞান স্কুল। যে সমস্ত পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ টাকার নীচে সেই সব পরিবারের মেধাবী ছাত্ররাই সুযোগ পান এই স্কুলে। মনু সেই ২৫০-র এক জন হয়েছিলেন।

১৬ ১৮
দশমে ওই স্কুলে ৯৫.৪ শতাংশ নম্বর পেয়ে বোর্ডের পরীক্ষায় পাশ করেন মনু। তবে পড়াশোনা ছাড়াও অন্যান্য বিষয়েও প্রথম সারিতে থেকেছেন বরাবর। স্কুল স্তরের টেবল টেনিসে সোনার মেডেল পেয়েছেন। বিতর্কসভাতেও প্রথম হয়েছেন বহু বার।

দশমে ওই স্কুলে ৯৫.৪ শতাংশ নম্বর পেয়ে বোর্ডের পরীক্ষায় পাশ করেন মনু। তবে পড়াশোনা ছাড়াও অন্যান্য বিষয়েও প্রথম সারিতে থেকেছেন বরাবর। স্কুল স্তরের টেবল টেনিসে সোনার মেডেল পেয়েছেন। বিতর্কসভাতেও প্রথম হয়েছেন বহু বার।

১৭ ১৮
রাষ্ট্রনীতি নিয়ে তাঁর আগ্রহ প্রসঙ্গে মনু বলেছেন, ‘‘বাবার থেকে অনেক কিছু শিখেছি। ছুটিতে যখন বাড়ি ফিরতাম বাবার সঙ্গে সরকারের বিভিন্ন নীতি নিয়ে আলোচনা হত। আমিও সেই আলোচনায় নিজের মত জানাতাম। দেখতাম আমার ভাবনার ধরনের প্রশংসা করছেন বাবা। তখন থেকেই বুঝেছিলাম, আমার আগ্রহের বিষয় এটাই। পরে আমার শিক্ষকেরাও এ ব্যাপারে আমাকে উৎসাহিত করেছিলেন।’’

রাষ্ট্রনীতি নিয়ে তাঁর আগ্রহ প্রসঙ্গে মনু বলেছেন, ‘‘বাবার থেকে অনেক কিছু শিখেছি। ছুটিতে যখন বাড়ি ফিরতাম বাবার সঙ্গে সরকারের বিভিন্ন নীতি নিয়ে আলোচনা হত। আমিও সেই আলোচনায় নিজের মত জানাতাম। দেখতাম আমার ভাবনার ধরনের প্রশংসা করছেন বাবা। তখন থেকেই বুঝেছিলাম, আমার আগ্রহের বিষয় এটাই। পরে আমার শিক্ষকেরাও এ ব্যাপারে আমাকে উৎসাহিত করেছিলেন।’’

১৮ ১৮
কিন্তু স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়কেই বেছে নিলেন কেন? জবাবে মনু জানিয়েছেন, তিনি যে বিষয়ে কাজ করতে চান সে বিষয়ে গবেষণার অনেক সুযোগ চাই। স্ট্যানফোর্ড তাঁকে সেই সুযোগ দেবে।

কিন্তু স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়কেই বেছে নিলেন কেন? জবাবে মনু জানিয়েছেন, তিনি যে বিষয়ে কাজ করতে চান সে বিষয়ে গবেষণার অনেক সুযোগ চাই। স্ট্যানফোর্ড তাঁকে সেই সুযোগ দেবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy