উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। ছবি পিটিআই।
এ বার করোনা আক্রান্ত হলেন উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। মঙ্গলবার কোভিড পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ আসে। সেই খবর টুইট করে জানিয়ে দিল তাঁর দফতর। তবে উপরাষ্ট্রপতির শরীরে সংক্রমণের কোনও লক্ষণ নেই বলেও জানানো হয়েছে।
টুইটে বলা হয়েছে, এ দিন সকালে বেঙ্কাইয়া নাইডুর রুটিন কোভিড পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় তাঁর করোনা ধরা পড়েছে। উপ রাষ্ট্রপতির সচিবালয় থেকে আরও বলা হয়েছে, বেঙ্কাইয়া নাইডু উপসর্গহীন। তিনি সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন। তাঁকে হোম কোয়রান্টিনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। গত সপ্তাহেই রাজ্যসভার অধিবেশনে যোগ দিয়েছিলেন তিনি।
বেঙ্কাইয়া নাইডুর স্ত্রী ঊষারও করোনা পরীক্ষা হয়েছে। তবে তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে। বর্তমানে সেলফ আইসোলেশনে রয়েছেন তিনি। ইতিমধ্যেই বেশ কয়েক জন নেতা এবং নেত্রী করোনা আক্রান্ত হয়েছেন। সম্প্রতি সংক্রমণের জেরে মৃত্যু হয়েছে রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গাদির।
The Vice President of India who underwent a routine COVID-19 test today morning has been tested positive. He is however, asymptomatic and in good health. He has been advised home quarantine. His wife Smt. Usha Naidu has been tested negative and is in self-isolation.
— Vice President of India (@VPSecretariat) September 29, 2020
আরও পড়ুন: বাঙালি হিন্দুর সঙ্গে বৈষম্য নয়, টুইটে যোগীকে বার্তা স্বপন দাশগুপ্তর
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy